আমাদের কথা খুঁজে নিন

   

আল্লামা ফারাবীর একটি গুরুত্তপূর্ণ পোস্ট

পইড়া মজা লন! আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে PHYSICS এ ৪ র্থ বর্ষে পড়ি। আমি একজন ইসলামী ধ্যান ধারনার ছেলে। ইসলাম নিয়ে আমার অনেক লেখা প্রথম আলো ব্লগ ও সামহোয়্যার ইন ব্লগে ছাপা হয়েছে। আপনি ধর্মনিরপেক্ষতা, দরুদ শরীফ, হযরত মরিয়ম, হযরত ঈসা, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম, মেসওয়াক এই শব্দ গুলি দিয়ে Google এ Search দিলে প্রথমেই আমার লেখা গুলি পাবেন। আমাদের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া সদরে।

কিন্তু আমরা এখন সিলেটে থাকি। কারন আমার বোন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে ১ম ব র্ষে পড়ে। আমার Result ভাল না। পদার্থ বিজ্ঞান খুব কঠিন Subject. আমার ছোট খাট চাকরি করার কোন ইচ্ছা নেই। আমার ইচ্ছা হচ্ছে ব্যবসা করা।

আমার পিতা ফেরদৌসুর রহমান গত ২২ সেপ্টেম্বর রাতে মারা গেছেন। উনার লিভারে সমস্যা ছিল। আমার পিতা একজন সরকারী কর্মকর্তা ছিলেন। উনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের B.R.D.B. এর মৌলভীবাজার জেলার উপ- পরিচালক ( Deputy director/D.D ) ছিলেন। আমি আমার পিতার একমাত্র সন্তান।

আমার শুধু এক বোন আছে। সে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে ১ম ব র্ষে পড়ে। আমার চরিত্র রক্ষা করার জন্য বিয়ে করা দরকার। এখন এমন কোন পরিবার যদি আমাকে পছন্দ করে যে আমাকে প্রতিষ্ঠিত করে দিবে তাইলে আমি তাদের পরিবারের মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক। মেয়ে যদি বিধবা বা তালাক প্রাপ্তাও হয় আমার কোন আপত্তি নাই।

আমি যা বললাম সত্য বললাম। আমার মোবাইল 01710933470, 01942447658. in Facebook i have an account by that- . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.