আমাদের কথা খুঁজে নিন

   

নিন্দুকের জ্ঞান হোক এবং মঙ্গল হোক



ভদ্রলোকটি অবশেষে ক্ষেপে গিয়ে নিন্দুককে বলল, তোকে কিন্তু একটা চড় দিব। নিন্দুক বলল, দাও তো পারলে। চড় খেয়ে নিন্দুক বলল, পারলে আরেকটা দাও তো। এভাবে অনেক গুলো চড় খাওয়ার পরেও নিন্দুকের কথা থেমে নেই। এবার নিন্দুক বলল, চড় মেড়েছ ঠিকই কিন্তু দাত তো ফেলতে পার নাই। --- হে নিন্দুক চড় তুমি যতই খাও দাত তোমার কেউই ফেলতে পারবে না। --- অনুরোধ তোমায়, অন্ধ লোকের মত হাতির লেজ ধরে বল না যে, হাতি দেখতে সাপের মত। আগে সত্যকে স্পষ্টভাবে জান তারপর পারলে নিন্দা কর। --- নিন্দুকেরে বাসে ডেসটিনি সবার চাইতে ভাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।