ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ
আজ একটা ঘটনা ঘটল। আমি বাড্ডা থেকে ধোলাইপাড় আসার জন্যে বাড্ডা থেকে ছালছাবিল বাসে উঠলাম। উঠার পর দেখলাম একদম প্রথম সিটের কাছে এক মহিলা দাড়িয়ে আছে এবং এক পুরুষ মহিলা সিটে বসে আছে।......আমি কিছুক্ষন পর পুরুষ লোকটিকে বললাম। ভাই এটা তো মহিলা সিট...............আপনি উঠে মহিলাকে বসতে দিন। লোকটি আমাকে উত্তর দিল, আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন.........তারপর আমি বললাম হালার পাবলিক.............ওমনি লোকটা.....আমাকে ধরে বললো......হালাম পাবলিক মানে কি.......আমি বললাম আপনি.......মহিলা সিটে বসে আছেন কেন? দেখুন লিখা আছে এটা মহিলা সিট...........তারপর সে আমাকে বলল পড়াশোনা করছো............চল নাম..........চিনোস আমারে....তারপর অসহায় হয়ে বললাম সরি ভাই....আমি বুঝতে পারি নাই।..........আজব বেপার আমার কেউ এই ব্যাপারটা নিয়ে আমার হয়ে ওই লোককে কেউ জবাব দিল না। এবং পড়ে জানতে পারলাম........সে একজন ভার্সিটির অধ্যাপক........আপনারাই বলুন.........জ্ঞানের অভাব কি আমার ছিল নাকি ও লোকটার..............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।