আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের হিরো বঙ্গবীর কাদের সিদ্দিকি

আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে।

৭১ এর বাঘা সিদ্দিকি গামছা মার্কায় ভোট চায় আপনি একটা ভোট দিন। বর্তমান সময়ে তার পারর্ফমেন্স যাই হোক না কেন ৭১ এর অঙ্গিজরা দিনগুলোতে তিনি ছিলেন বাংলাদেশের স্বপ্নপুরুষ। যার নামে পাকিস্থানিরা কাপত আর ভয়ে ভয়ে মরত। বাংলাদেশে একটি মাত্র জেলা টাংগাইল যেটা ঢাকার অতি নিকটে হওয়া সত্তেও পাকিস্থানী বাহিনির জন্য এক মরনফাদ হয়ে দারিয়েছিল শুধুই মাত্র তার মত একান্ত সাহসী আর দুরন্ত যুবকের জন্য।

একটা নষ্ট অস্র নিয়ে যার শুরু আর হাজার হাজার দুনিয়ার বিখ্যাত অস্রের জমা দানে যার শেষ। বঙ্গ বন্দুর একন্ত প্রিয়। ৭৫ পরবর্তি সময়ে রাজপথের একমাত্র বঙ্গবন্দুর হত্যার প্রতিবাদকারী কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তার সাথে কি না বাজে ব্যবহার করতেছেল। প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি তাকে কাছে টানুন আপনার সত্যিকার বিপদে জীবন বাজীরাখার জন্য তার মত লোককেই কাছে পাবেন। বর্তমানে যাদেরকে নিয়া চলতাছেন উনারা কিন্তু আপনার বিপদ হলে মোসতাক সরকারের মত আবার অন্য কোন সরকারের মন্ত্রী হবে।

একখো সময় আছে সত্যিকারের ভালবাসার মানুষগুলোকে কাছে টানুন। কারন টাংগাইল জেলা আওয়ামীলীগ মানেই কিন্তু কাদের সিদ্দিকি নট শেখ হাসিনা এমনকি নট বঙ্গবন্দু বিশ্বাস না হয় আগামী নির্বাচনে আপনি স্বয়ং কালিহাতীতে তার সাথে নির্বাচন করে দেখেন আপনি কত ভোটের ব্যবদানে হারতে পারেন। তেলবাজরা আপনাকে বঙ্গকন্যা বলে কিন্তু বাংলাদেশের সাধারন মানুষ সে যে দলেরই হোক না কেন তাকে অন্তর থেকে বঙ্গবীর বলে আপনাকে না। আসলে আপনি হয়ত তাকে ভূল বুঝতেছেন। তাকে কাছে টানলে যেমন আপনার ব্যাক্তিগত বিপদে তাকে কাছে পাবেন তেমনী আপনার দলও লাভ বান হবে বলে আমার ধারনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।