Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society
DH‘এটা মগের মুলুক না। ইচ্ছেমতো ভোজ্যতেলের দর বাড়ানো চলবে না। বাড়ানোর যুক্তি থাকতে হবে এবং প্রমাণ করতে হবে যে কী কারণে বাড়ছে।’ - বাণিজ্যমন্ত্রী ফারুক খান। ধন্যবাদ মিঃ ফারুক সাহেব শক্ত কথা বলার সাহস পাবার জন্য। সত্য করে বলতে পারবেন যাদের বিরুদ্ধে এত কঠিন বানী উচ্চারন করলেন, তাদের কি নিয়ম মেনে চলার পথ সুস্থ ভাবে মনিটর করার মত ক্ষমতা রাখেন কিনা ? কিছুদিন আগে মি মান্নান সাহেবের মুখেও ভুমিদস্যুদের বিরুদ্ধে এরকম কঠিন বাণী উচ্চারীত হতে এদেশের মানুষ শুনেছে। আবার সেই দস্যুদের পুর্ব প্রদর্শীত চমকপ্রদ ertisবিঞ্জাপন টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে। কথায় ও কাজে গত সব গনতান্ত্রীক সরকারের একই চেহারা এদেশের মানুষ দেখে আসছে। কেন এই সমস্ত চিরপরিচিত অনিয়মকারিদের আপনারা ক্ষমতায় থেকেও নিয়ন্ত্রন করতে পারেন নাই এবং পারছেন না - তা কি কখনও আপনাদের মনে প্রশ্ন জাগায় ? নাকি নিয়ন্ত্রন করা হবে না এই মুচলেকা দেওয়া আছে !!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।