আমাদের কথা খুঁজে নিন

   

শহিদ ভায়া ও পাকিস্তানি বায়ার-এর জসিলা কাহিনী

আমি বিলাত থাকি, কামলা খাটি

বহুত দিন বাদে ব্লগাইতেছি। বিগত কিছুদিন যাবত ব্যস্ত থাকায় ব্লগে আসিবার সময় করিয়া উঠিতে পারি নাই। যাহা হউক। গতকল্য একখানা জুক্স শুনিয়া বিয়াফক হাসিয়াছি। ইহা অবশ্য জুক্স বলিলে ভুল হইবে।

ইহা কিসুদিন পূর্বে ঘটিয়া যাওয়া শহিদ ভায়ার জীবনে সত্য ঘটনা। ইহা শুনিবার পর মনে হইলো কেন যে এইসব ঘটনা চির নাবালক শহিদ ভায়ার সহিত সংঘটিত হ্য়! যাহা হউক আর কথা না প্যাচাইয়া ঘটনা বর্ণণ করি। শহিদ ভায়া একখানা বায়িং হাউসে কর্ম করিয়া জীবন ধারণ করিয়া থাকেন। কিছু দিন পূর্বে একখানা পাকিস্তানি বায়ার তাহার বায়িং হাউসে আসিলো। দুপুরে খাইবার সময় শহিদ ভায়া ভাতের লগে শুটকি মাছের সহিত আলু পাকাইয়া লইয়া গেসে।

শহিদ ভায়া পাকিস্তানি বায়ারকে কহিলো: ওহে ভ্রাতে, আমার খাদ্য চাখিয়া দেখো। এত মজা যে তুমার জিবহ্বা দিয়া লুল পড়িবে। পাকিস্তানি বায়ার, খাবারখানি চাখিবার জন্য তুলিয়া লইলো। কিন্চিত শুকিয়া চিৎকার করিয়া তাহার ভাষায় কহিলো: ইয়া আল্লাহ, ইয়ে খানা তো গান্ধা হো গেয়া। ইয়ে ফেক্ দো।

হালার পাকি, শুটকি মাছের তরকারির মর্ম বুঝিলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.