আমাদের কথা খুঁজে নিন

   

আইনের লোকজনদের বে-আইনি কর্মযোগ্য

ব্লগারস পয়েন্ট
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . দেশে যে অবস্হা বিরাজ করিতেছে তাহাতে মনে হইতেছে বড় রংবাজ হইল পুলিশ। বিশেষ করিয়া ঢাকা শহরের পুলিশ। তাহারা প্রকাশ্য দিবালোকে চালকদিগের নিকট হইতে ঘুষ গ্রহন করেন ইহা তো এখন ডাল-ভাত ব্যপার। আজ কাল আবার তাহাতে নতুন মাত্রা যোগ হইয়াছে তাহা হইল ফুটপাতের উপর অবৈধ পুলিশ বাক্স স্হাপন এবং সেই বাক্সগুলিতে বিজ্ঞাপন প্রচার। যাহাতে ঘুষ খোর পুলিশ বাহিনী বসিয়া নিরিবিলি তাহাদের ঘুষ গ্রহন প্রক্রিয়া সমাধা এবং সতসহ ফেন্সি ডাইল খাইতে পারে। এই অবৈধ পুলিশ বাক্স স্হাপনে বিজ্ঞাপন দিয়া যাহারা সহযোগীতা করিতেছে তাহারা আবার নাকি জাতির বিবেক, একটি দেশীয় শীর্ষস্হানীয় পত্রিকা। যাহারা কিছু দিন অন্তর অন্তর বস্তা পঁচা স্লোগান লইয়া হাজির হয়, যাহারা বদলাইয়া যাবার বাক্য বলিয়া জনগনকে আশ্বস্হ করিতে চায়। তাহারা কি জনগনকে তাহাদের মতো নিম্বমুখী বদলাইয়া যাইবার কথা বলেন? এই সব অপরাধী এবং অপরাধীদের সহযোগীদের হয়তো কোন শাস্তি হইবে না, যাহা আগামীতে পুলিশ বাহিনীকে আরও বড় ধরনের দুর্নীতি করিতে উত্সাহিত করিবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.