আমাদের কথা খুঁজে নিন

   

আইনের শাসনঃ রায় যাই হোক না কেন, শিক্ষকদের ক্ষমা করা হবে, রাষ্ট্রপতি ক্ষমা করবেন । তবে মামলা তুলে নিলে আইনের শাসন হবে না ?? নাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতেই এসব লোক দেখানো হীন উদ্দেশ্যপূর্ণ মামলা প্রত্যাহার করা উচিত ।

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

আইনের শাসনঃ রায় যাই হোক না কেন, শিক্ষকদের ক্ষমা করা হবে, রাষ্ট্রপতি ক্ষমা করবেন । তাহলে মামলা তুলে নিলে আইনের শাসন থাকবে না ?? নাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতেই এসব লোক দেখানো হীন উদ্দেশ্যপূর্ণ মামলা প্রত্যাহার করা উচিত । আমার সহজ প্রশ্ন ।

যে মামলার রায় হবে এবং রায় হবার আগেই সরকার বলেন, রায় যাই হোক না কেন ক্ষমা করে দেয় হবে তবে সে মামলা প্রত্যাহার করতে আপত্তি কোথায় । মামলা প্রত্যাহার করলে শিক। সাকএণ সুস্থ পরিবেশ ফিরে আসে, অযথা মালা চালানোর জন্য অর্থ সময় এর অপচয় কমে ... এমন আরো নানা পরিসংখ্যান হাজির করা সম্ভব । তার চেয়ে বেশী প্রয়োজনীয় কিংবা জরুরী যে বিষয়টি সেটি হলো অন্যায় করলে তো তার জন্য ক। মা প্রয়োজন ।

কিন্তু যখন পুরো প্রতিষ্ঠান যখন একবাক্যে বলছে তারা অন্যায় করেনি , তারপরও জোর করে তাদের ক্ষা করা হচ্ছে কিসের জন্য । যদি তারা ান্যায় করে অবশ্যই বিচার হতে হবে এবং কোন ক্ষমা চলবে না । হে দেশপ্রেমিক!! গণতন্ত্রের পূজারী, দেশের রাজনৈনিক সংষ্কারক গণ, হাটুগণ আপনাদের তরলাদি মষ্তিকে আনুন, নিজের চোখ বন্ধ থাকলেই সবাই অন্ধ হয়ে যায় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.