আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরঃ

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরঃ রমরমা আর ফাটাফাটি ঈদ উদযাপনের মাঝখনে একটুখানি ইউনিলিভার বিজ্ঞাপন বিরতি। ঈদের একদিন আগে ছুটি পাওয়া গার্মেন্টস শ্রমিকদের ফিরতে হবে একদিন পরেই।

২০ - ২৪ ঘন্টা জার্নি করে বাড়ি ফেরা, ঘন্টার পর ঘন্টা জ্যামে অপেক্ষা করা কাংখিত স্বজনের সাথে থাকা একদিন বা তারচেয়ে কিছু বেশি। শতভাগ ঝুঁকি নিয়ে বাড়ি ফেরত লোকদের ফিরতে হবে শতভাগ অনিশ্চয়তার মাঝে । এর মাঝেও চলছে একটু বিজ্ঞাপন বিরতি । ক্লান্তিকর যাত্রাপথে বিজ্ঞাপন চলে ইউনিলিভার প্রোডাক্টের । মহামতি গ্রামীন ফোনের এমন মহত কাজের জন্য প্রথমেই নিন্দাজ্ঞাপন ।

বস্তা পঁচা মেয়াদ উত্তীর্ন পণ্য প্যাকেটজাত করে ভোক্তাবাজার তৈরি করতে এমন বিজ্ঞাপন ধঁকাবাজির তুলনা নেই। গ্রামীন ফোন অথবা হারামী ফোনের ৫০০ টাকা রিচার্জে ৪৩০ টাকা মূল্যের মেয়াদ উত্তীর্ন অউনিলিভার পণ্য গিফট দিয়ে- গ্রামীন ফোনের ভোক্তা যেমন বাড়্ছে,মুনফা যেমন বার্ছে । অপরদিকে ইউনিলিভার মেয়াদ উত্তীর্ন প্ণ্যের একটা বন্দবস্তো হচ্ছে। এতে করে গ্রামীন ফোনের বেশি টাকা রিচার্জের ভোক্তা তৈরি করার চেষ্টা বা অভ্যাসে রূপান্তর করার চেষ্টা। অনুরূপ ভাবে ইউলিভার ও একই রকম চেষ্টাই করেছে ভোক্তাবাজারে আধিপত্য বিস্তারে।

কলোনিজমের যোগ্য আধিপত্য বিস্তারের চেষ্টা। এটা গ্যারান্টি আগামীতে অন্যান্য কোম্পানী গুলো ও আধিপত্য বি স্তারে নতুন কোন অফার দিবে। সেটা হতে পারে ইউনিলিভার বাংলালিংক এর যৌথ কোন পরিকল্পনা । ঈদের পূর্ব কিংবা পরে হতে পারে বস্তা পচা ইউনিলিভার মেয়াদ উত্তীর্ন বিজ্ঞাপন বিরতি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.