ভিন্ন কিছু। মহৎ কিছু
আমাদের এ মহাবিশ্ব সমতল এবং কৃষ্ণশক্তিপূর্ণ। অধুনা ফ্রান্সের গবেষকরা সাধারণ জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করেই প্রমাণ করেছেন মহাবিশ্ব সমতল । গবেষকরা যে পদ্ধতিতে সমতল মহাবিশ্বের প্রমাণ করেছেন তা ৩০ বছরের পুরোনো। এই পুরোনো তত্ত্বমতে, এই মহাবিশ্বের প্রায় এক তৃতীয়াংশই ডার্ক-এনার্জি দখল করে রেখেছে।
গবেষক ক্রিস্টিয়ান ম্যারিনোনি জানিয়েছেন, মহাবিশ্বের আকৃতি ‘প্রাইমারি স্কুলের’ জ্যামিতি ব্যবহার করেই জানা সম্ভব। কিন্তু সমতল মহাবিশ্বের এই ধারণাটি কয়েক শতাব্দী ধরেই বিতর্কিত। নতুন তত্ত্ব থেকে দেখা গেছে, এই মহাবিশ্বের কেবল শতকরা ৪ ভাগ সাধারণ ম্যাটার বাকি সবই ডার্ক ম্যাটার। এখানে সাধারণ ম্যাটার বলতে গ্রহ, নক্ষত্রসহ পরিচিত এবং চোখে দেখা যায় এমন বস্তু নির্দেশ করেছেন গবেষকরা। এই মহাবিশ্ব দ্রুত সম্প্রসারিত হচ্ছে সেই সঙ্গে প্রতিটি বস্তু ছড়িয়ে পড়ছে একটি থেকে অন্যটির দুরুত্ব বাড়ছে।
সময় এবং কাল ছাড়িয়ে ডার্ক এনার্জি এন্টি গ্র্যাভিটি তৈরি করেছে। আলোর প্রয়োজন হেতু, এমন কোনো ডিভাইস তৈরি করেই পরিমাপ করা যাবেনা এই ডার্ক এনার্জি রহস্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।