আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানীদের ফানি কথা ১


আমাদের আজকের অতিথি - আলবার্ট আইনস্টাইন,অ্যালফ্রেড হিচকক এবং উডি অ্যালেন। আলবার্ট আইনস্টাইন ১। দুইটা জিনিসরে অসীম বইলা জানি। একটা হইল মহাবিশ্ব,আরেকটা মাইনসের গাধামি। তয় মহাবিশ্বের ব্যাপারে আমি শিউর না।

২। অভিকর্ষ শক্তি মাইনসেরে প্রেম-পিরিতে ফ্যালার জন্য দায়ী না। ৩। দুনিয়ার মইধ্যে যে জিনিসটা বুঝা সব চাইতে কঠিন,হেইডা অইল ইঙ্কাম ট্যাক্স। ৪।

যহন তুমি একটা মাসাল্লাহ চেহারার মাইয়ার লগে গণ্টার পর গন্টা কাটাও,তহন মনে হয় "ইসসিরে! মাত্র কয় মিনিট গেল"। আবার তুমারে যদি প্যান্ট খুইলা গরম চুলার উপ্রে কয়েক মিনিট বহাইয়া রাখি,মনে অইব কয়েক গন্টা। এইডারেই কয় রিলেটিভিটি। অ্যালফ্রেড হিচকক ১। আমি সব অ্যাক্টররে বলদ কই না,আমি কই সব অ্যাক্টররে বলদের মত খাটান উচিত।

২। হুনছো তুমরা,আমি বুঝবার পারছি,ব্যাগপাইপ(bagpipe) কারো বগলের তলে একটা হাঁপানিতে ভুগা শূয়র দেখে আবিষ্কার হইছিল,মাগার মানুষ ব্যাগপাইপ দিয়া হাঁপানির টানের মত শব্দ বাইর করবার পারে নাই। ৩। আমার কথা হইল,যত পার দর্শকরে বাঁশ দেও। ৪।

ওগোরে মজা দেও,যেমন মজা ওরা রাইতে বেলা দুঃস্বপ্ন দেহার পর পায়। ৫। আমি যদি সিন্ডেরেলাও বানাই,দর্শক তাও খোঁজাখুঁজি শুরু করবো কোনহানে কোন ডেডবডি আছে কিনা। ৬। টেলিভিশান হইল টোস্টারের লাগান।

যতবার তুমি বাটন টিপবা,একই জিনিস ঢাইলা দিবো। ৭। মানুষের মুত্রথলির ধারণক্ষমতার সাথে মুভির লেনথ(length) সম্পর্কিত। উডি অ্যালেন ১। আমি আমার কর্মের মাধ্যমে অমরত্ব অর্জন করবার চাই না,আমি না মইরা অমর হইতে চাই।

২। আমি আমার বাপ-মার একমাত্র সন্তান। তবে আমার একটা বইন আছে। ৩। মরণেরে আমি ডরাই না।

খালি আমার মরণ সময় আমি অইহানে থাকবার চাই না। ৪। যখন অস্কার কমিটি আমারে ডাকল,আমি তো বিরাট ভয় পাইয়া গেসিলাম। না জানি আগের অ্যাওয়ার্ডটা ফিরত লইয়া লয়। ৫।

তুমি যদি খোদা তায়ালারে হাসাইতে চাও,তুমার ফিউচার প্ল্যানটা উনারে শুনাও। ৬। আমি স্রষ্টারে বিশ্বাস করতে রাজি আছি,যদি তিনি আমারে কিছু মোজেজা দেখান। এই যেমন,সুইস ব্যাঙ্কে আমার নামে বিরাত অঙ্কের একটা ডিপোজিট কইরা দেন। ৭।

বেশির ভাগ সময় আমি তেমন মজার কিছু খুঁইজা পাই না। আর বাকি সময় তো মজার কিছুই পাই না। ৮। আমার জীবনের বড় অনুশোচনা হইল,আমি কেন অন্য কেউ না হইয়া আমিই হইলাম। ৯।

মরণের একটা পজিটিভ দিক হইল,এইডা এমন একটা কাজ যা শুয়ে থাইকা খুব সহজে করা যায়। ১০। তুমাগো কাছে আমি নাস্তিক,আর খোদার কাছে আমি একজন লয়াল অপোজিশন। [অনুদিত,তবে ভাবানুদিত]
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।