আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের লক্ষ্য ১০২


গুযাং়জু এশিযা়ন গেমসে ছেলেদের ক্রিকেটের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জযে়র জন্য ১০২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওযা় পর্যন্ত ৩ উইকেট হারিযে় তারা ৮.১ ওভারে করেছে ৫৭ রান। উইকেটে আছেন নাইম ইসলাম ২০ ও ফয়সাল হোসেন শুন্য রানে। এর আগে বৃহস্পতিবার গুযাং়গং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিযা়মে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিযে় করে ১০১ রান। বাংলাদেশের সোহরাওযা়র্দি শুভ ৬ রান দিযে় নেন ৪ উইকেট।

২৯ রান খরচায় ৩ উইকেট নেন শাহাদত হোসেন রাজীব। একটি করে উইকেট নেন নাইম ইসলাম এবং নাজমুল হোসেন। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১৮ রান করে ধরেন সাজঘরের পথ। বৃহস্পতিবার এশিযা়ড ক্রিকেটের আরেক সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ২২ রানে জিতেছে আফগানিস্তান। গুযাং়জু এশিযা়ন গেমসে ছেলেদের ক্রিকেটের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জযে়র জন্য ১০২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

শেষ খবর পাওযা় পর্যন্ত ৩ উইকেট হারিযে় তারা ৮.১ ওভারে করেছে ৫৭ রান। উইকেটে আছেন নাইম ইসলাম ২০ ও ফয়সাল হোসেন শুন্য রানে। এর আগে বৃহস্পতিবার গুযাং়গং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিযা়মে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিযে় করে ১০১ রান। বাংলাদেশের সোহরাওযা়র্দি শুভ ৬ রান দিযে় নেন ৪ উইকেট। ২৯ রান খরচায় ৩ উইকেট নেন শাহাদত হোসেন রাজীব।

একটি করে উইকেট নেন নাইম ইসলাম এবং নাজমুল হোসেন। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১৮ রান করে ধরেন সাজঘরের পথ। বৃহস্পতিবার এশিযা়ড ক্রিকেটের আরেক সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ২২ রানে জিতেছে আফগানিস্তান।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.