তোমার নাম মুখস্থ জানতো না নদীটি, নদীটির অকাল মৃত্যু হয়,
এরপর আমাদের বুকের ভিতর কতিপয় জলাশয় তোমার নাম
জপ করে সকল সময়, আমরা এখন তোমার নাম মুখস্থ জানি,
আমরা জানি তোমার নাম মানেই একটি জীবন্ত নদী, তোমার
নাম মানেই এক অথৈ জলধি, আমরা এখন তোমার নাম জানি,
রমনী, জননী।
তোমার নাম মুখস্থ জানতো না নদীটি, নদীটির অকাল মৃত্যু হয়
আমরা এখন তোমার নাম মুখস্থ জানি, রমনী, জননী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।