লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

প্রচলিত ছাত্ররাজনীতির নোংরা দিক~ ধিক ওইসব কুলাঙ্গারদের যারা ব্যাক্তি প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা ফোবিয়া ইউজ করে ~

ihzaka@yahoo.com হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্

কিরে বাহার কি করছ? ওই বাহাইরা----- বাহাইরা----------? লক্ষীসোনা চাদের কোনা এত বেইন্যাবেলা তোর ঘুমাইতে মানা দেকতাছস না ঘুমাইতাছি? রাগ করেনা মেরে পিয়ারের দোস্ত। সবে তো মাত্র ১.৩০ টা বাজে এত তাড়াতাড়ি ঘুমাইয়া কি করবা বাবুসোনা? ২০৫ এ চলঅ- মইত্যা, বাইট্টা রাসেদ, পাঙ্খা হাবিব বয়া রইছে~ ৩ কল খেলুম কইতাছিনা ঘুমামু? কাইলকা পরীক্ষা সকালে উইড্ডা পরতে হৈবু~ রাজীবরে লৈয়া যা আব্বে হালায়! মাকনার বাচ্চা~ লেডিস রাজীবরে লৈয়া ৩ কল খেলুম? ভাই আপনেরা কি দয়া কইরা থামবেন? দেকতাছেননা পরতাছি? সকাল নয়টায় পরীক্ষা~ ওই ছাগুর বাচ্চা ছাগু~ পরীক্ষা চোদাও? আইজকা মধুর কেন্টিনে দেখি নাই কেন? আর গেস্টরুমে কয়দিন ধইরা হাজিরা দাও না? ওই শাহেদ্যা এই আবালরে রুমে উডাইছে কেডারে? মিছিল মিটিংয়ে যায় না ঠিক মত~ সময়ে অসময়ে ডাকলে পাওয়া যায় না~ হলটা কি তোদের বাপের? এক্ষুনি রুম থেকে বাইর হ~ এই হলে থাকার তোর কোন অধিকার নাই~ ভাই আমি কি দোষ করেছি? কাল আমার পরীক্ষা~ ওই তোরে বাইর হইতে কইছি না? ভাই ভাই~ কি কন এসব~ ওই ছাগুর বাচ্চা~ তুই নাকি পাচ ওয়াক্ত নামাজও পরছ~ মিছিলে যাস না~ গেস্ট রুমে যাস না~ বড় ভাইদের দেখলেই মাথা নিচু করে সালাম দিস~ সারাদিন হলেও থাকস না~ তুই তো শিবির করছ? ~ ওই পিডা----------~ . মাগো বাবাগো~ . পরেরদিন ডানপন্থি কয়েকটা পত্রিকার পাতায় হাসপাতালের বেডে শায়িত আহত একটা মুখের ছবি সহ সংবাদ শিরোনাম~ "অমুক ভার্সিটিতে শিবির সন্দেহে ১ ছাত্রকে গনপিটুনি, পরে পুলিশে সোপর্দ" প্রিয় ব্লগার (ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবির, ছাত্রইউনিয়নসহ সকল মতাদর্শে বিশ্বাসীসহ সবাই) কৃষকবাবা কৃষানী মায়ের বুকভরা স্বপনকে সম্বল করে দুর্নীতিতে আমগ্ন নিমজ্জিত একটা দেশে কেবলমাত্র সত্যিকারের মেধার জোরে একটা ছেলে/ [মেয়ে] চান্স পেয়েছে এদেশেরই কোন একটা পাবলিক ইউনিভার্সিটিতে। ঘূণে ধরা নোংরা পলিটিক্সের দুর্গন্ধময় বাহন না হয়ে, শুধুমাত্র জীবন সংগ্রামের মরুভূমে কায়ক্লেসে বেচে থাকার রসদ জোগাতে পার্ট টাইম ক্লাস আর ফুল টাইম টিউশনি নির্ভর একটা ছেলেকে ছাত্রনেতা নামধারী কতিপয় দুবৃত্ত, সিক মানসিকতার, দুর্গন্ধময় রক্তমাংসে গড়া ঘুটেপোকাদের মানসিক বৈকল্য আর জিঘাংসার স্বীকার হয়ে স্বপ্নের ইতি টেনে যেতে হবে প্রতিটা সরকারের সময়েই~ কি দরকার ক্ষমতার বাহন হিসেবে একটা দেশের সত্যিকারের মেধাগুলোকে ছাত্ররাজনীতির নামে এভাবে একেকটা সার্টিফায়েড হায়েনা বাননোর? কি দরকার এমনতর একেকটা ভক্তিহীন প্রশিক্ষিত পোষা কুকুরে তৈরী হবার অবারিত সুযোগ দিয়ে। আধুনিক বিশ্বের কোন দেশ আছে যেখানে এমনভাবে মূলধারার রাজনৈতিক দলের অংগীভূত ছাত্রসংগঠনের, যারা ক্ষমতার লালচেয়ারে বসতে দেশের প্রকৃত মেধাবীদের নিজস্বার্থচিরতার্থে ব্যাবহার করে? ধিক এই ছাত্ররাজনীতির~ ধিক এই সব কুলাঙ্গারদের~যারা মিথ্যা ফোবিয়া ইউজ করে কেবলমাত্র ব্যাক্তি প্রতিহিংসা চরিতার্থ করছে ~ ব্যাক্তি জীবনে তোরা কুকুরের চাইতেও নিকৃস্ট~ মদ, গাজা, চরস, নারী, ছিনতাই, টেন্ডারবাজী তোদের প্রাত্যহিক কর্ম ~ তোদের মা বাবা নিশ্চয়ই জন্মের পর এসব অপকর্ম শিখায় নাই? এই নোংরা রাজনীতিই তোদেরকে শর্টকাট ক্ষমতার মোহে এমন পশুতে পরিনত হতে উদ্বুদ্ধ করেছে ~ তোরা যেখানে সেখানে মরে পরে থাক~ আর তোদের জন্য রয়েছে আমাদের অবারিত করুনা আর থুতুর বমি~ হয় তোরা সংশোধিত হ~ অথবা একসাথে দলবেধে মরে যা~ আমরা দেশটাকে নিয়ে সত্যিকারের পজিটিভ পরিবর্তনের স্বপ্ন দেখি~

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।