আমাদের কথা খুঁজে নিন

   

এবার প্রকাশ্যে একজন স্কুল শিক্ষিকার চুল ধরে টানা হেচড়াসহ চড় ধাপ্পর মারলো এক ইভটিজার



মানিকগঞ্জ নিউজ ডটকম :প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় এবার মানিকগঞ্জে প্রকাশ্যে দিবালোকে ইমরান নামে এক বখাটে যুবক একজন স্কুল শিক্ষিকার চুল ধরে টানা হেচড়াসহ চড় থাপ্পর মেরে তাকে লাঞ্ছিত করেছে । এব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন লাঞ্ছিত শিক্ষিকা শারমিন। শারমিন আক্তার জানান , প্রতিবেশী বখাটে ইমরান দির্ঘ দিন ধরে তাকে স্কুলে-কলেজে যাওয়া- আসার পথে উত্যাক্ত করত। বর্তমানে ইডেনে কলেজের অনার্সের ছাত্রী সে। সেখানে গিয়েও ইমরান তাকে উত্যাক্ত করত।

এবার সে প্রাইমারী স্কুলে শিক্ষিকার চাকুরি পায়। পোষ্টিং হয় মানিকগঞ্জ সদর উপজেলা ভাটবাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে গিয়েও তাকে উত্যাক্ত শুরু করে ইমরান। এ নিয়ে একাধিকবার ইমরানের বাড়িতে অভিযোগ করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। আজ সকাল ৯ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বরংগাখোলা গ্রাম থেকে ৫ম শ্রেণীর সমাপনী পরিক্ষার দায়িত্ব পালনের জন্য একটি ম্যাক্সিতে উঠে মুলজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল।

পথিমধ্যে বরংগাখোলা ব্রিজের সামনে থেকে এলাকার বখাটে যুবক ইমরান চলন্ত ম্যাক্সিতে উঠে তার চুলের মুঠো ধরে টানা টানি করতে থাকে এক পর্যায়ে ম্যাক্সি থেমে গেলে বখাটে ইমরান তাকে নামিয়ে প্রকাশ্যে চড়-থাপ্পর মারতে থাকে ও বলে তোর ভাইকে দিয়ে আমাকে শাশীয়েছিস কেন । এসময় এলাকার লোকজন এগিয়ে এলে ইমরান দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী জানায় , নান্নু মোল্লার ছেলে ইমরান মোল্লা এলাকার বখাটে যুবক হিসেবে পরিচিত। মাদক সেবনসহ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সে জরিত। স্কুল কলেজের ছাত্রীদের সে সব সময় উত্যাক্ত করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.