বার্সেলোনায় যোগ দিয়ে কি ভুলই করে ফেললেন নেইমার? এত এত সংশয়ের বিষমাখা কথাবার্তা হচ্ছে! মেসির সঙ্গে তাঁর জুটি জমবে কি না, মেসির সঙ্গে তাঁর দ্বন্দ্ব দেখা দেবে কি না, তিনি ইউরোপের খেলার সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না...এবার যুক্ত হলো নতুন শঙ্কা। বার্সেলোনা ব্রাজিলের উদীয়মান এই তারকাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সান্তোসের কোচ রামালহো।
বার্সেলোনার পক্ষ থেকে যেভাবে নেইমারের ওজন বাড়ানোর সুপারিশ করা হয়েছে, সেটা দীর্ঘমেয়াদে ক্ষতিই করবে বলে মন্তব্য করেছেন নেইমারের সাবেক এই কোচ। বার্সেলোনায় স্বাস্থ্য পরীক্ষার সময়ই দেখা গিয়েছিল যে উচ্চতার তুলনায় নেইমারের ওজন কিছুটা কম। তখনই নেইমারকে ওজন বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন ক্লাবের চিকিৎসকেরা।
কিন্তু কৃত্রিমভাবে ওজন বাড়াতে গেলে নেইমারের ক্ষতিই হবে বলে মনে করছেন রামালহো। এখন যেরকম দ্রুতগতির ফুটবল খেলতে পারেন নেইমার, সেটাতে ব্যাঘাত ঘটতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদে ব্রাজিলের সাবেক তারকা রোনালদোর মতো গুরুতর ইনজুরিতেও পড়তে পারেন বলে সতর্ক করেছেন সান্তোসের কোচ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।