আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারকে নিয়ে ম্যারাডোনার আশঙ্কা

জুলাইয়ের শেষ দিকে ক্যাম্প নিউ-এ আসার ঠিক পরেই বার্সার চিকিৎসক রিকার্ড প্রুনা জানিয়েছিলেন, শারীরিক সক্ষমতার চূড়ান্ত অবস্থায় যেতে হলে নেইমারকে ওজন বাড়াতে হবে। ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা হলেও বার্সায় পা রাখার সময় তার ওজন ছিল ৬৪ কেজি। ডাক্তারি পরীক্ষায় নেইমারের রক্তশূন্যতাও ধরা পড়ে। তবে নেইমারের এ সব ‘সমস্যা’কে পাত্তা না দিয়ে তার ফুটবল-প্রতিভা নিয়ে ম্যারাডোনার কণ্ঠে মুগ্ধতার আবেশ। তিনি বলেন, “নেইমারকে নিয়ে আমি উচ্ছ্বসিত।

তার একজন বিশিষ্ট খেলোয়াড় হয়ে ওঠা উচিৎ। ” আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক আরো বলেন, “সে জানে তার কী করা উচিৎ। আর তাই তার বডিবিল্ডার হওয়ার প্রয়োজন নেই। আশা করি তারা (বার্সেলোনা) তাকে (নেইমারকে) তেমন কিছু বানাবে না। তাকে শুধু ফুটবল খেলতে দেয়া হবে।

” অবশ্য নেইমারের প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও আগামী বিশ্বকাপের শিরোপা-দৌড়ে স্বদেশকেই এগিয়ে রাখছেন ৫২ বছর বয়সী ম্যারাডোনা। কারণ একটাই, আর্জেন্টিনা দলে চার বারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসির উপস্থিতি। গত বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনা বলেন, “কনফেডারেশন্স কাপে ব্রাজিল দেখিয়েছে যে পূর্ণ মনোসংযোগ দিতে পারলে তাদের দল প্রায় অপরাজেয়। তবে (বিশ্বকাপে) আমি আর্জেন্টিনার ওপরে বাজি ধরবো। কারণ মেসির দুর্দান্ত ছন্দ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.