আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারকে পেতে উদগ্রীব মেসি

লিওনেল মেসির বিশ্বাস, সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার হতে পারেন বার্সেলোনা দলে এক ‘দুর্দান্ত সংযোজন’। কাতার সফরে যাওয়া মেসি দেশটির খেলাধূলা বিষয়ক টিভি চ্যানেল ‘আল কাস’কে বলেন, “জানি না সে (নেইমার) এই দলে (বার্সেলোনা) আসবে কি না। তবে এটা সত্যি যে নেইমারের মতো ফুটবলার যে কোনো দলে ভিন্ন ধরনের মাত্রা এনে দিতে সক্ষম। তাই সে এলে আমাদের দলে এক দুর্দান্ত সংযোজন হবে। ” ‘আল কাস’-এর সঙ্গে টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের কথোপকথনে নেইমার ছাড়াও বিশ্বকাপ জয় এবং আরো কিছু প্রসঙ্গ উঠে আসে।

ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট প্রসঙ্গে মেসি বলেন, “বিশ্বকাপ জেতাই আমার সমস্ত মনযোগের কেন্দ্রবিন্দুতে। সর্বকালের সেরা ফুটবলার হতে পারবো কি পারবো না তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। ” সাক্ষাৎকারে বার্সার দুই সাবেক কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড ও পেপ গার্দিওলার প্রতি কৃতজ্ঞতা জানান মেসি। তিনি বলেন, “মাত্র ১৭ বছর বয়সে তিনি (রাইকার্ড) আমার ওপরে আস্থা রেখেছিলেন। তার অধীনে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে আমি খেলেছিলাম।

আর পেপ (গার্দিওলা) আমাকে বলেছিলেন, তার কোচিং-জীবনে দেখা সেরা খেলোয়াড় আমি। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.