গত জুনে ফিফা কনফেডারেশন্স কাপে ব্রাজিলের হ্যাটট্রিক শিরোপা জয়ে বড় অবদান ছিল নেইমারের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি।
গত সপ্তাহে অস্ট্রেলিয়া ও পর্তুগালের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচেও ভালো খেলেন নেইমার। ঐ দুই ম্যাচে গোলও করেন।
পেলে মনে করেন, ব্রাজিলের বর্তমান দলে নেইমারের ভূমিকা অনস্বীকার্য। তবু তার ওপরে অতিরিক্ত দায়িত্বের বোঝা না চাপানো উচিৎ।
এ প্রসঙ্গে ব্রাজিলের ‘এস্তাদো দি সাও পাওলো’ পত্রিকাকে পেলে বলেন, “নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। সে (ব্রাজিল) দলের ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবু আমরা তার ওপরে খুব বেশি নির্ভর করতে পারি না।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।