তবে গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে হলুদ কার্ড পাওয়াতেই বাড়তি এই ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন নেইমার। লিগে এ পর্যন্ত পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় আগামী রোববার গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
এক সংবাদ সম্মেলনে জেরার্দো মার্তিনো জানান, বৃহস্পতিবার ব্রাজিল যাবে নেইমার। সেখানে তিনি দশ দিন বিশ্রাম নেবেন।
“কয়েক মাস ধরে সে তেমন একটা বিশ্রাম পাইনি”, যোগ করেন আর্জেন্টিনার এই কোচ।
ফিফা কনফেডারেশন্স কাপে খেলার কারণে গত গ্রীষ্মে অল্প কিছুদিন ছুটি কাটিয়েছেন নেইমার। তারপরই বার্সেলোনায় যোগ দেন তিনি।
নেইমারের প্রশংসা করে মার্তিনো বলেন, “দলের সঙ্গে সে দারুণ মানিয়ে নিয়েছে এবং সে জানে তাকে কি করতে হবে। ”
ক্লাবের সবাই নেইমারকে খুব ভালোবাসে বলেও জানান মার্তিনো।
চোটের কারণে অনেকদিন ধরে মাঠের বাইরে আছেন দলের সেরা তারকা লিওনেল মেসি।
মাঝের এ সময়ে মেসির অনুপস্থিতি একরকম বুঝতেই দেননি ২১ বছর বয়সী নেইমার।
এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ২৩ ম্যাচে অংশ নিয়ে ১১ গোল করার পাশাপাশি ১০ গোলে অবদান রাখেন নেইমার। শেষ তিন ম্যাচে করেছেন ছয় গোল।
ছুটি শেষে জানুয়ারি ২ তারিখে ক্যাম্প নউতে ফিরবেন নেইমার। তার দুইদিন পর লা লিগায় এলচের বিপক্ষে খেলবে বার্সেলোনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।