আমাদের কথা খুঁজে নিন

   

কাবুলে শিশুরা কতটা বিপন্ন

আমি মোটামুটি ভালো কিন্তু সুখি নই।তছারা,হতাশা,একাকিত্ব,স্বপ্ন এগুলো নিয়ে থকি। আমার জীবনের কাঙ্খিত মানুষের পথ পানে বসে আছি জানি সে কখনো আসবেনা তবুও.....................

কাবুলে শিশুরা কতটা বিপন্ন Child in Kabul in winter শীতে সাহায্যের আশায় কাবুলের এই শিশু শিশুদের নিরাপত্তার বিষয়ে আফগানিস্তানে নেটোর এক বেসামরিক কর্মকর্তার বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে৻ কর্মকর্তা মার্ক সেডউইল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, পশ্চিমা অনেক শহরের তুলনায় রাজধানী কাবুল শিশুদের জন্যে সম্ভবত অনেক বেশি নিরাপদ৻ তিনি আফগান রাজধানী কাবুলকে বহু গ্রামের সমাহার বলে বর্ণনা করেছেন, যেখানে যুদ্ধের বিপদ থাকলেও, তাঁর মতে, শিশুরা বিশ্বের বহু বড় বড় শহরের তুলনায় নিরাপদ৻ বাচ্চাদের জন্যে বিবিসির অনুষ্ঠান, নিউজরাউন্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে মি. সেডউইলকে প্রশ্ন করা হয়, কাবুলের সেইসব শিশুদের সম্পর্কে, যারা বলছে তারা স্কুলে যেতে ভয় পায় বিস্ফোরণের কারণে৻ কাবুলে বসে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলছিলেন, ওই শহরে এবং বিশ্বের আরো বহু শহরে আসলে খুব বেশি সংখ্যক বোমা বিস্ফোরণ হয় না৻ এবং সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলেন যে বাচ্চারা লন্ডন নিউ ইয়র্ক এবং গ্লাসগো বা বিশ্বের অন্যান্য বহু শহরের চাইতে কাবুলে নিরাপদ৻ তিনি জানান সেখানকার সমাজ ব্যবস্থায় পরিবারের একটা বড় ভূমিকা আছে এবং বেশিরভাগ শিশুই মোটামুটি নিরাপদে জীবন কাটাতে পারে বলেও মার্ক সেডউইল দাবি করেন৻ বিষয়টা ব্যাখ্যা করে, মি. সেডউইল আরো বলেন তিনি বোঝানোর চেষ্টা করছিলেন আফগানিস্তানে বিদ্রোহী তৎপরতার চরিত্রটা কতটা অসম, এবং বেশির ভাগ সহিংসতাই ঘটে, তিনশো পঁয়ষট্টিটির মধ্যে দশটি জেলায়৻ Kabul children কাবুলের এক বস্তিতে বেদানা খেয়ে আহার সারছে দুই শিশু মার্ক সেডউইল এ মন্তব্যও যোগ করেন যে আফগানিস্তানের বেশির ভাগ মানুষের জন্যে সহিংসতার চেয়েও দারিদ্র্য আরো অনেক বড়ো বিপদ সৃষ্টি করে৻ তবে তাঁর মুল বক্তব্যের বেশ বিরূপ প্রতিক্রিয়া হয়েছে একাধিক মহলে৻ আফগান সরকারের একজন কর্মকর্তা, জাওইদ নাদের বলেন মি. সেডউইল যেটা বলছেন সেটা ভবিষ্যৎ সম্পর্কে তাঁর ইচ্ছার একটা বহিঃপ্রকাশ, এটা ঠিক বর্তমান বাস্তবের চিত্র নয়৻ যদিও তিনি স্বীকার করেন, সম্প্রতি বাচ্চারা আরো বেশি সংখ্যায় স্কুলে যাচ্ছে, এবং কাবুলে আত্মঘাতী বোমা হামলাও কমেছে তবুও তাঁর মতে আরো অনেক সমস্যা আফগানিস্তানে শিশুদের জীবন জর্জরিত করে তুলেছে৻ ব্রিটেনের গ্লাসগো শহরের পুরসভার একজন মুখপাত্র বলেছেন মি. সেডউইলের উচিত হয়নি গ্লাসগো শহরকে তাঁর বক্তব্যে অন্তর্ভুক্ত করা, এবং পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে তাঁর বক্তব্য কতটা ভ্রান্ত৻ শিশুদের নিয়ে কাজ করে, অগ্রগণ্য দাতব্য সংস্থা, সেভ দ্য চিল্ড্রেন বলছে মি. সেডউইলের বক্তব্য বিভ্রান্তিকর৻ সংস্থাটির প্রধান নির্বাহী জাস্টিন ফরসাইথ বলেছেন যে শিশুরা পাশ্চাত্যে বাস করে, তাদের সঙ্গে, কাবুলের শিশুদের জীবনযাত্রার তুলনা করা চলে না৻ মি. ফরসাইথের মতে, আফগানিস্তানে জন্মানো কোনো শিশুর পক্ষে বিরাট দুর্ভাগ্যের ব্যাপার, সেখানে প্রতি চারজন শিশুর মধ্যে একজন, পাঁচ বছর বয়স হবার আগেই মারা যায়৻ তিনি আরো জানান গত বছর আফগানিস্তানে এই সংঘাতের কারনে, এক হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়৻ দুহাজার এক সালের শেষের দিকের পর থেকে, গত বছরটাই ছিলো আফগানিস্তানের শিশুদের জন্যে সবচাইতে মারাত্মক৻

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।