আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণ-পূর্ব অংশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। আজ রবিবার সকালে চালানো এ হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।
এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে এসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী বাসের ওপর বোমার বিস্ফোরণ ঘটায়।
উল্লেখ্য, একজন তালেবান মুখপাত্র টুইটার বার্তায় আজকের হামলার দায়িত্ব স্বীকার করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।