পুলিশ জানায়, শহরের পূর্বাঞ্চলে সকাল ৮ টার দিকে বিদেশি বাহিনীর একটি সাজোয়া গাড়িবহরকে লক্ষ্য করে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।নিহতদের মধ্যে দুই মিশু রয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।
আফগানিস্তানের নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী(আইএসএএফ)তাদের একটি গাড়িবহর হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে।সরকারি কর্মকর্তারা বলেছে, নিহতরা পথচারী।
হেজব ই ইসলামির মুখপাত্র হারুন জারঘুন টেলিফোনে হামলার দায় স্বীকার করে বলেছেন, এক সপ্তাহ ধরে তারা এ হামলা পরিকল্পনা করেছিলেন।হামলায় ১২ মার্কিনি মারা গেছে বলে দাবি করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।