আমাদের কথা খুঁজে নিন

   

কাবুলে আইএমএফ কর্মকর্তাসহ নিহত ২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতিসংঘের চারজন কর্মচারীসহ ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার রাতে এক রেস্তোরাঁয় গুলি ও আত্মঘাতী হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। দেশটির তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। গতকাল বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী মো. আইয়ুব সালাঙ্গীর বরাত দিয়ে খবরে বলা হয়, শুক্রবার রাতে কাবুলের ওয়াজির আকবর খান এলাকার একটি রেস্তোরাঁয় বিদেশি নাগরিক, কূটনীতিক ও সাহায্য সংস্থার কর্মীসহ বেশকিছু লোক রাতের খাবার খাচ্ছিলেন। ওইসময় এক আত্মঘাতী হামলাকারী রেস্তোরাঁর বাইরে দরজার সামনে প্রথমে বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর দুজন বন্দুকধারী ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই দুই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।

হামলায় নিহত আইএমএফের জ্যেষ্ঠ কর্মকর্তার নাম ওয়াবেল আবদাল্লাহ (৬০)।

তিনি আইএমএফের আফগানিস্তান কার্যালয়ের প্রধান ছিলেন। ওয়াবেল লেবাননের নাগরিক। আইএমএফ ও জাতিসংঘ কর্মকর্তা ছাড়া এ হামলার ঘটনায় নিহত অন্যান্যের মধ্যে একজন লেবানন ও একজন ব্রিটেনের বাসিন্দা। অন্যরা সবাই আফগানিস্তানের নাগরিক। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি মুন এই ঘটনাকে 'ভয়ঙ্কর হামলা' হিসেবে উল্লেখ করেছেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।