আমাদের কথা খুঁজে নিন

   

‘কাবুলে হিজাব-ই-ইসলামের আত্মঘাতী হামলা’

বৃহস্পতিবার চালানো ওই হামলায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেনি পুলিশ। তবে তালেবান গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হিজাব-ই-ইসলাম নামে একটি জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।
রয়টার্সকে ওই সংগঠনের মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা উপদেষ্টারাই ছিল ওই হামলার লক্ষ্য।
সংগঠনটির মুখপাত্র হারুন জারগুন টেলিফোনে বলেন, ‘সপ্তাখানেক সময় ধরে যুক্তরাষ্ট্রের উপদেষ্টাদের লক্ষ করে আমরা এই হামলার পরিকল্পনা করেছি। ’
তিনি আরো বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের ১২ জন নাগরিক নিহত হয়েছেন।

তার এই দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জঙ্গিরা প্রায়ই মৃতের সংখ্যা বাড়িয়ে বলে থাকে।
বৃহস্পতিবার আফগানিস্তানের স্থানীয় সময় সকাল ৮টায় ওই শক্তিশালী আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। হামলাস্থলের আশপাশে থাকা মাটির ঘরগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর কাবুলের কূটনীতিক পাড়ায় একনাগাড়ে সাইরেন বাজিয়ে হেলিকপ্টার টহল শুরু হয়।

কাবুলের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি টেলিফোনে জানিয়েছেন, ‘এক আত্মঘাতী টয়োটা করোলা মডেলের একটি গাড়ি চালিয়ে বিদেশি সেনা বহনকারী গাড়ি বহর লক্ষ করে হামলা চালায়। ’
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) জানিয়েছে, তারা এই হামলার খবর সম্পর্কে সচেতন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার অপেক্ষায় রয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।