রাত পোহাবার কত দেরী পান্জেরী! এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি রাত পোহাবার কত দেরী পান্জেরী! ১.আমার স্বামী । পিঠে তার ডোরাকাটা দাগ । কিসের জানতে চাইলে হাসে -পুলিশের । আমি তো চোখ ছানাবড়া করে ফেললাম ,কেন কি করছিলে ?তাসলিমা নাসরিন - এককথায় জবাব দেয় ।
২.থাবা বাবা ও আসিফ মহিউদ্দীনের লেখা পড়ে তার ঠান্ডা প্রতিক্রিয়া । কেন ?
ক)কুকুরের পেটে ঘি সহ্য হয় না । কোরআন মাজীদের পবিত্রবাণী সবার মাথা নিতে পারেনা ।
খ)পায়খানার কীটেরা পায়খানায় বসে মল দিয়ে চিত্রকর্ম অংকন করে নিজেরা নিজেদের পিঠ চাপড়ায় । তাতে মানুষের কি ?
গ)আমার দেশ এগুলা আগে কেন ছাপায় নি ?২০১৩সনের একটা লেখাও নাই ।
আমি আমার নবীপ্রেমকে কারো স্বার্থসিদ্ধির হাতিয়ার হতে দিতে পারি না ।
করণীয়ঃ
ক)নাস্তিক মুরতাদদের কটুক্তির প্রতিবাদে আমার নবীকে আমি আরো ভালবাসবো ,তাঁর যে সকল আদর্শ আমার মাঝে অনুপুস্হিত তার জোর অনুসরণের চেষ্টা করবো । মানুষের মাঝে তার আদর্শ প্রচার করবো । নাত লিখবো ,গাইবো ,শুনবো ।
আর হাঁ যদি স্বার্থসিদ্ধি ছাড়া নবী সাঃ এর কোনো প্রেমিক থাবা বাবাকে খুন করতো ,তবে পালিয়ে যেতো না ।
দু হাত তুলে মাথা উঁচু করে ফাঁসির মঞ্চে যাবার সাহস তার থাকতো ।
৩.ছোটো ভাই । আমার দেশের ফাঁদে ধরা খাওয়াদের একজন । অনেক বুঝিয়ে একটু বোঝাতে পেরেছি । ওদের মত হাজারো তরুণের আবেগ নিয়ে যারা ঘৃণ্য খেলা খেললো ,প্রভু !হে ন্যায় বিচারক তুমি তাদের ক্ষমা কোরোনা ।
৪.আমি ।
আমার বলার কিছু নাই । আমরা একটি কওমী পরিবার । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।