আমাদের কথা খুঁজে নিন

   

স্রষ্টা’ও ব্যার্থ-তোমার ভালোবাসা!!!

Cheiro Sharier এর বাংলা ব্লগ

(১) দূর্বোধ্য-দূর্ভেদ্য স্বপ্ন প্রিয়ার হিয়া মোর তরে ভালোবাসা অধরা-মরিচীকা, এনাটমী-ফিজিওলজী ডেইজি কাটার-নিউক্লিয়ার যুক্তিবিদ্যা-মনসতত্ব- পিথাগোরাসের গনিত শাস্ত্র ভালোবাসার তত্ত্ব কথা-সকলি বৃথা…………..! (২) প্রশান্ত অশ্রু জলে -সাহারা মরুভূমি, গগণ বিদারী চিৎকারে ও সুপ্ত আগ্নেগিরি, তন্ত্র সাধন -মন্ত্র জপন- শ্রেষ্ঠ ভালোবাসা নিউটনের তৃতীয় সূত্র উল্টো করে ক্রীয়া! সকলি বৃথা………….! (৩) গদ্য-ছড়া আর কবিতা-দিবা স্বপ্ন দেখা , নিশি রাতে আকাশে’তে শুকতারা আঁকা হাসি-খেলা-মজা আর উদাস হয়ে থাকা রুপে গুনে বিভোর হয়ে- জোসনায় চাঁদ দেখা সকলি বৃথা……………! (৪) মুঠো ফোনে আলাপনে -পাতা বাহারে সুবাস পেয়ে , দার্শনিকে’র তত্ব বলে-বিশ্ব প্রেমের ব্যবচ্ছেদে , সংগীতের সুর মূর্ছনাতে-ভালোবাসার অবগাহন , হ্রদয় পুড়ে ভস্ম হওয়া-কানে ব্যাথা-মাথা ব্যাথা ভালোবাসি- ভালোবাসি -সকলি বৃথা………..! (৫) সৃষ্টিকর্তা আর দেবতা- বাস্তবতা আর সততা , ইবলিশ আর মহা মানব-ধর্মগাথা-তত্ব কথা , কুটনীতিকের সুক্ষনীতি-সার্জনের ঐ ছুরি-কাঁচি হার্ট বিটের দ্রুত স্পন্দন- মহাশূন্য আস্ফালন তবু ভালোবাসার আশা- সকলি বৃথা…………..! (৬) কারবালার ঐ পিপাসা’তে প্রশান্তে’র পানির স্রোতে , ফাঁসী’র রুজ্জে বেঁচে থাকা-ডানাহীনে উঁড়তে থাকা, উল্টো স্রোতে উল্টো রথে -সুপারসনিক ধেয়ে চলা , জল-স্থল-আকাশ যুদ্ধ- সপ্ত বহর- অষ্ট প্রহর অপেক্ষা আর প্রতীক্ষা- সকলি বৃথা………………..! (৭) উত্তর মেরু-সাইবেরিয়া- একশো ডিগ্রি বরফ গালা , হাজার পাল্লার ক্ষেপনাস্ত্র- পেন্টাগনের গোপনাস্ত্র , অবরুদ্ধ করে বিশ্ব- হয় যদি মহাযুদ্ধ , অসম্ভব সম্ভবে ও- ঈস্রাফিলের ফুংকারে ও গলবে না মন’টা-সকলি বৃথা………………….! (৮) ব্লাকহোলের রহস্য’টা-সৃষ্টিকর্তার ধারনা’টা ব্রেন কোষের কোন সেলে’তে- কোন টিসূর কোন জিনে’তে রেডিয়েশনে’র স্কানে’তে- আমার তথ্য থাকে সত্য সকল তত্ত্ব সকল সুত্র- সব হবে মিথ্যা! ভালোবাসি ভালোবাসো - সকলি বৃথা……………! (৯) মহাকাশ পাড়ি দিয়ে-যদি যাই ভিনগ্রহে, এলিয়েনের বুদ্ধিমত্তা- বিগ ব্যং থিউরী’টা , সুনামীর জলচ্ছ্বাসে -ভূমিকম্পের ধংসযজ্ঞে , মূত্যপুরীর বিভৎসতা- আলাদিনের চেরাগ জ্বালা , কোন শক্তির নেই ক্ষমতা-সকলি বৃথা..................! (১০) সুপার কোন গনন যন্ত্র-অর্থ খুঁজে হবে ব্যার্থ যদি যাই সাত আসমানে-তাওরাদ-যবুর ইঞ্জিল-কোরান, ঐশ্বরীক বানী গুলো - লিখে আনি আমার জন্য , তুর পাহার ভস্ম করা-আসে স্বয়ং “সৃষ্টিকর্তা” হয়তো তবু ও বৃথা...............! (১১) ভালোবাসা পেলাম না যে-বিরহ নয় সঠিক শব্দ-গূঢ় মাহাত্ত্ব! তোমার সাধন-পুঁজন-পালন , আমার মনে আমার ধ্যানে রবে আমার ব্রেন সেলে- অস্থি-মজ্জা’তে আমার প্রানে এ শরীরে-আমার অস্তিত্বে , ইহকালে স্বপ্নেতে- আমৃত্যু থাকবো আশা’তে । (১২) মরবো না আর সবার মতো-যাবো ক্ষয়ে-নিঃশেষ হয়ে, অন্ধকারে ঐ কবরে, আখেরাতে শেষ বিচারে করজোড়ে প্রার্থনাতে- অপেক্ষাতে পুলসেরাতে তোমায় ছাড়া স্বর্গ পেলে ও “আমি নেবো না যে”……………….।!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।