আমাদের কথা খুঁজে নিন

   

মুছে ফেলা হবে গুগলের ওয়াই-ফাই ডেটা

ভালো ..তবে কালো

যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার জানিয়েছেন, গুগল স্ট্রিট ভিউ কারের সাহায্যে অসতর্কতাবশত সংগৃহীত ওয়াই-ফাই ডেটা যতো দ্রুত সম্ভব মুছে দেয়া হবে। তবে, যেসব ডেটা সংগ্রহ করা হয়েছে তা এখনও কোনো ভুল হাতে পড়েছে এমন কোনো প্রমাণ নেই। খবর বিবিসি অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গুগলের স্ট্রিট ভিউ- এর মাধ্যমে ডেটা সংগ্রহ করার বিষয়টি সমালোচনার মুখে পড়েছে এবং সমালোচকরা গুগলকে জরিমানা করার কথাও জানিয়েছিলেন। তবে, কমিশনার ডেভিড স্মিথ জানিয়েছেন, এই বিষয়ে গুগলকে জরিমানা করার কোনো কারণ নেই। জানা গেছে, এই বছরের শুরুতেই গুগল স্বীকার করেছিলো তারা অসাবধানতা বশত ব্যাক্তিগত ওয়্যারলেস ডেটা সংগ্রহ করেছে। আর হ্যামবুর্গের ডেটা অথরিটির অডিটে এই তথ্যটি বেরিয়ে আসে। এরপর কানাডাও গুগলের ডেটা সংগ্রহের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করে। এবং গুগলের বিরুদ্ধে পাইরেসি আইন ভঙ্গ করার অভিযোগও করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.