বাঙলা কবিতা
পাখিকে বলিনি, তুই উড়ে যা, অন্য বাগানে!
হৃদয়-উদ্যান রেখে খা খা মরুভূমি, তবু তার ডানা
কোথায় গিয়েছে ভুলে; জানি না ঠিকানা...
অবুঝ বাগানে, তবু ফোটে-ঝরে ফুল।
আমিও উঠেছি এক অচেনা সাম্পানে
কোন জলে ভেসে যাচ্ছি___ জানি না, জানি না...
শুধু জানি, পাখি চেনে প্রণয়ের মূল;
নিজস্ব বাগানে তবু রেখে গেছে ভুল ...
আমি জানি, ফিরবেই পাখি, চিনবে ঠিকানা;
ফিরে সে বাগান পাবে, মালিকে পাবে না ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।