আমাদের কথা খুঁজে নিন

   

ডিজে রাফিল সহ নিহত পাঁচ তরুণের আত্মা শান্তি পাক

ভুল করেও যদি মনে পড়ে...ভুলে যাওয়া কোন স্মৃতি.. ঘুমহারা রাতে..নীরবে তুমি কেঁদে নিও কিছুক্ষণ...একদিন মুছে যাবে সব আয়োজন...

‘আজো বসে আছি দীঘল পথের প্রান্তে কথা দিয়ে গেছ আসবে আমার অজান্তে এখনো তোমার পথ চেয়ে চেয়ে দৃষ্টি ঝরায় ভীষণ তপ্ততার মাঝে ভরা শ্রাবণের বর্ষণ তুমি আসবে বলে প্রতীক্ষার জল ভিজে জন্ম-মৃত্যুহীন বসে আছি বোধ বৃক্ষের তলে। ....’ কথা, সুর ও গিটার- ডিজে রাফিল। (অ্যালবাম- নীলিমা) আর কারো জন্য কখনো প্রতীক্ষয় বসে থাকবে না রাফিল। সকল চাওয়া-পাওয়া, আনন্দ-বেদনার উর্ধ্বে চলে গেছে সে। ঘাতক গতিদানব অকালে কেড়ে নিয়ে গেছে তাকে।

রাফিল ছিল একাধারে গীতিকার, সুরকার, গিটারিস্ট, গায়ক ও কম্পোজার। ব্যান্ডদল ‘ট্রাইং টু বি ক্রেজী’-র লিড গিটারিস্ট রাফিল ব্যান্ড দলের বাইরেও ডিজে মিক্স অ্যালবাম ‘হচপচ’ এবং একক অ্যালবাম ‘নীলিমা’ সহ বিভিন্ন শিল্পীর সাথে কাজ করেছে। গতকাল ডিজে শো করতে ও গিয়েছিল বগুড়ায়। রাতে অনুষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে রাফিল ও তার চার বন্ধু এমসি নাফিস, বাপ্পী, লেনিন, মাসুদ বাসের ধাক্কায় নিহত হয়। রাফিল ও তার বন্ধুদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক - তাদের আত্মা থাকুক চিরশান্তিতে।

রাফিল ও তার বন্ধুদের জন্য সকলের দোয়া কামনা করছি। রাফিলের গানের লিংক - 'আজো বসে আছি' - রিমিক্স অ্যালবাম - নীলিমা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.