সম্প্রতি ফাঁস হয়েছে বাংলা ওয়াজ ইন্ডাষ্ট্রির মুকুটহীন সম্রাট ডিজে খেলোয়াড় হোসেন সাঈদীর ফোন কেলেঙ্কারী। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলা অনলাইন জগতে। এর প্রেক্ষিতে "সাপ্তাহিক লুল প্রকাশ" এর দুর্ধর্ষ সাংবাদিক কাজীদা একটি এক্সক্লুসিভ সাক্ষাত্কার ধারন করে ডিজে সাঈদীর। চুম্বক অংশ প্রকাশ করা হলো-
কাজীদা : হুজুর সাম্প্রতিক আপনার প্রকাশিত অডিও কেসেট সম্পর্কে কিছু বলুন।
সাঈদী: সব ইহুদী নাসারাদের ষড়যন্ত্র।
কিন্তু খোদার মেহেরবানীতে ওরা আমার চূড়ান্ত সর্বনাশ করতে পারে নাই। ভিসিডিগুলা আগেই লুকাই ফেলছি...
কাজীদা: হুজুরের ভিসিডিও আছে !
সাঈদী: হক মওলা। জগতের কিছু জিনিস থাকে জাহেরী(প্রকাশ্য) কিছু বাতেনী(গোপন)
কাজীদা: হুজুর হৈয়া এমন বেশরিয়তী কাজ কেমনে করলেন।
সাঈদী: তুম নাদান আদমী। শরীয়ত নেহী সমঝা।
শরীয়তে বেগানা নারী স্পর্শ হারাম হৈলেও ফোনসেক্স সম্পর্কে সুস্পষ্ট কোন মাসালা নাই।
কাজীদা: নেটীমোল্লারা বলছে সাঈদীর ইসলাম সহী নহে....
সাঈদী: সানি লিওন আমাকে সবসময় বলতো" পিএইচডি করার পর মেট্রিক পাশের কাছ থেকে সার্টিফিকেট নিবানা । " ওরা ইসলামের কি বুঝে। আমার ফতোয়াই আইন।
কাজীদা: আপনার যৌবনের গোপন রহস্য কি?
সাঈদী: লইট্যা ফিশ।
বেশী বেশী লইট্যা খাও, বেশী বেশী ফোন কর। ইউনানী মতে লইট্যা ফিশ যৌবন ধরিয়া রাখে।
কাজীদা: আপনার বিচারের রায় তো হয়ে গেল বলে....
সাঈদী: দ্বীনের তরক্কী হাসেল করতে গেলে যুলুম অত্যাচার আসবেই। আমার গেলমানগন এবং তাদের আব্বাজানের দেশ পাকিস্তান জোর তদবির করছে। এই হিদু মালাউন সরকার আমার কিছুই করতে পারবে না...
(এই পর্যায়ে হুজুর উহুহু... করে উঠেজানান গতরাতের ডিম থেরাপীর পাশ্বপ্রতিক্রিয়া)
কাজীদা: পুর্নজন্ম পেলে কি করবেন?
সাঈদী: নাউযুবিল্লাহ...শরীয়তে এই সুযোগ নাই।
তবে পুর্নযৌবন পেলে ডিজে হওয়ার খায়েশ রাখি। আমার ফোনকল ফাঁস হবার পর বিভিন্ন ডিজে গ্রুপ থেকে ভাড়ায় যাওয়ার আমন্ত্রন আসছে। সেদিন তো মগবাজার এফ এম থেকে RJ হওয়ার ও প্রস্তাব আসলো....
( এ পর্যায়ে সাক্ষাত্কারের সময় শেষ হয়ে গেলে তিনি তাহার ময়না পাখি এবং টিয়াপাখিদের উদ্দেশ্যে আখেরী "উড়ন্ত চুম্মা" দিতে দিতে বিদায় নেন। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।