আমাদের কথা খুঁজে নিন

   

ডিজে ফার্টি থেকে ফির্রা আইসা

ক্যাম্পাসের ডিজে পার্টি থেকে আইলাম… বড়ই ক্লান্ত,স্ট্যাটাস দেওয়ার ও শক্তি নাই… নিজেরে বয়রা বয়রা মনে হইতাছে,মোবাইলের বাটন গুলাও টিপতে পারতেছি না,বুইড়া আঙুল খালি বাউলি মারতেছে,মিউজিকে র এফেক্ট এখনো রইয়া গেছে মনে অয়… পুলাপাইনের টানাটানিতে আমার ও দুইছারটা ফাল টাল দিতে অইছে… ফিমেল সিংগার এর গান শুইনা আমার স্টোমাকের খাদ্য স্টোমাকের ভেতর আটকায় রাখতে জীবন মরন যুদ্ধ করতে হইলেও,সিংগারের চেহারা ছুরত দেইখা বুকের ভেতর চিন চিন কইরা এখনো ব্যাথা অইতাছে… কয়েক হাজার ক্যালরি এনের্জির সাথে হাজার গ্রাম ঘাম ও ক্ষয় অইলো… সিলিম টিলিম অইতে চাইলে ডিজে পার্টি একটা মহাঔষধ হিশেবে কাজ কইরবে দেকতাচি… শেষকথা ঃ আমাদের পুর্বপুরুষ বান্দর আছিলো কিনা সে ব্যাপারে সন্দেহ থাকলেও,আমাদের উত্তরপুরুষ যে বান্দর হইতে যাইতেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.