আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে তো মানুষ জীবনে একবারই করে

ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর

এক দুই বছর নয়, অন্তত ষোল বছর আগে যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন, তাঁর নাম সুস্মিতা সেন৷ সেই তিনি এখনো ‘মিস সেন’ হিসাবেই আছেন, মিসেস হননি৷ কিন্তু গঙ্গার জল যেমন গড়িয়েছে, হিমালয়ের হিমবাহ যেমন গলেছে, তাঁর বয়সও কিন্তু বেড়েছে৷ এখন তাঁর বয়স ৩৫৷ আজ শুক্রবার তাঁর জন্মদিন৷ হ্যাপি বার্থডে সুস্মিতা৷ সুস্মিতা সেন মিস ইউনিভার্স হবার পর প্রথমে হলেন মডেল, তারপর বলিউডের পরিচালকদের খপ্পরে পড়ে অভিনেত্রী৷ তিনি বেশ কয়েক বছর নিয়মিত অভিনয় করার পর কেন জানি অনিয়মিত হয়ে পড়েন৷ সিনে পত্রিকাগুলোর মতে, খুব বেছে বেছে সিনেমা করেন তিনি৷ তবে নিন্দুকেরা বলেন, আসলে তা নয়, তাঁকে দর্শকরা নাকি একটু কমই টানছে৷ সে যাই হোক, এখন কথা উঠেছে তিনি কী বিয়ে করবেন না? পুরুষসঙ্গীর পরোয়া না করে, দত্তক নিয়েছেন দুটি কন্যা৷ এখন তাদের তাদের মা তিনি, ব্যস্ত মা৷ কিন্তু সুম্মিতার কেন স্বামী নেই, কেন বিয়ে করছেন না, ইত্যাদি সংবাদমাধ্যমে খুব মুখরোচক আলোচ্য বিষয়৷ গতকাল দুবাই গেলেন তিনি৷ সেখানেই তার দুই মেয়ে এবং মা এবং বান্ধবীদের নিয়ে একটি গার্লস পার্টি ধরণের মেয়েদের অনুষ্ঠান করে সেখানে জন্মদিন উদযাপন করতে চান তিনি৷ দুবাই যাবার জন্য বিমানে চড়ার আগে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিয়ে শাদির কথা কি কিছু ভাবছেন তিনি? উত্তরে সুস্মিতার জবাব, ‘বিয়ে নিয়ে এত হুড়াহুড়ির কী আছে? বিয়ে তো মানুষ জীবনে একবারই করে, আর তাই এ নিয়ে এখনই ভাবছি না আমি৷ আর আমার সকল কিছু এখন দুই মেয়েকে ঘিরে৷ বড় মেয়ে রেনি দিন দিন বড় হয়ে উঠছে৷ সে এখন অনেকটা বাড়ির কর্তা৷ আর ছোট মেয়ে ব্যস্ত নানা খেলায়৷ আমার মা বলেন, ওরা নাকি আমি ছেলেবেলায় যেমন ছিলাম ঠিক তেমনই৷ তাই সময়টা পুরোটাই তাদের জন্য৷'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.