>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<<
ঈদ মানে আনন্দ-উৎসব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই ঈদের মাত্র ক'দিনের ছুটির মধ্যে (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রায় ৫০ জনেরও বেশী মানুষ! আফসোস, শুধুমাত্র অজ্ঞতা বা ওভারটেকিং-এর প্রতিযোগিতা কিংবা উশৃঙ্খলতা/বিশৃঙ্খলভাবে গাড়ি চালানোর জন্য এই ঈদেও আমাদের লাশের হিসাব করতে হচ্ছে! শুধু এই ঈদেই নয়, প্রায় প্রতিটি ঈদেই এমন সংবাদ থাকে, হয়ত সড়ক দুর্ঘটনা, নয়ত লঞ্চ দুর্ঘটনা। সবই বেদনা দায়ক।
গত বৃহস্পতিবার পাবনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে মারা গেছে অন্তত ১৭। এর মধ্যে পাবনার আটঘরিয়া উপজেলায় বাস খাদে পড়ে পাঁচজন এবং কিশোরগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
এছাড়া ভোলা, শেরপুরে দুজন এবং নড়াইল, গাজীপুর ও হবিগঞ্জে একজন করে মারা গেছে। বুধবার কুমিল্লা, নরসিংদী, মাগুরা, বরিশাল, বাগেরহাট, রাজশাহী ও দিনাজপুরে মারা গেছে ২৪ জন। আগেরদিন গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, বগুড়া, বরিশালসহ বিভিন্ন স্থানে অন্তত ১৭ জন মারা গেছে। ঈদের ছুটির মধ্যে সড়ক দুর্ঘটনায় সব চেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়। শুধু মঙ্গল ও বুধবার এই জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের।
[সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম]
এগুলোতো গেল তাৎক্ষণিক মৃত্যুর হিসাব। দুর্ঘটনাগুলোর আহতের সংথ্যা অসংখ্য। কিন্তু আরো কতজন যে আহত অবস্থা থেকে নিহত হবেন তার ঠিক নেই। আবার কতজন যে পঙ্গু হয়ে যাবেন তারও ঠিক নেই।
আমি মনে করি, সড়ক দুর্ঘটনাগুলো খুবই তুচ্ছ অথচ ইচ্ছাকৃত ভুলের কারণেই হয়ে থাকে, যে ভুলগুলো না করলে বড় কোন ক্ষতি হয় না, যা দুর্ঘটনার পরে মনে পড়ে।
কখনো দোষী ব্যক্তির ক্ষতি হয়, কখনো বা দোষী ব্যক্তির কিছু না হয়ে অন্যের ক্ষতি হয়, কখনো বা দোষী ব্যক্তি ও অন্যান্যরা সমানভাবেই ক্ষতিগ্রস্থ হয়। যারই হোক, সে তো মানুষ। তারও তো আত্মীয়-স্বজন আছে। তার জন্যও তো তার বাড়ীতে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী/স্বামী, অন্যান্যরা পথ চেয়ে থাকেন।
>>> আমরা চাই না এমন করুণ পরিণতি।
আসুন আমরা আরো সচেতন হই। ট্রাফিক আইন মেনে চলি। নিজের ও অন্যের স্বাভাবিকভাবে বাঁচার অধিকার নিশ্চিত করি। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। জীবন না থাকলে সময় দিয়ে কি হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।