আমাদের কথা খুঁজে নিন

   

সাব্বাস পজেটিভ মাইন্ডেট ব্রাজিলের সাপোর্টার।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আমি খাটি ব্রাজিলের সাপোর্টার। যদি কখনো গন্ডগোল হবার সম্ভাবনা না থাকে তাহলে যুক্তিতে ব্রাজিলকে সবসময়ই উপরে তুলে রাখি। তবে মনে মনে মেসির যোগ্যতাকে বেশ সম্মান করি যদিও তা মুখে প্রকাশ না করি। মেরাডোনাকেও অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার মনে করি।

তবে দিল হিসেবে ব্রাজিলের উপরে কাউকে মানতে পারি না। ব্রাজিল খারাপ খেলে জিতলে যুক্তিতে ব্রাজিলকে উপরে রাখি তবে মনে মনে তৃপ্ত হতে পারি না। আর্জেন্টিনা ভাল খেললে অবশ্যই মনের ভিতর ধাক্কা লাগে, কারণ ভালকে ভাল বলতে চাই। আজ ব্রাজিল হেরে যাবার পর ব্রাজিলের সাপোর্টারদের মানষিকতা দেখে আমি মুগ্ধ। কিভাবে: খেলা শেষ হবার পর থেকে এ পর্যন্ত আর্জেন্টিনার জয়গান গেয়ে মোট ৭ টি পোষ্ট এসেছে।

সামুতে অর্ধেকের মত ব্রাজিলের সাপোর্টার আছে, কিন্তু ব্রাজিল হেরে যাবার পরও কেহ এই পোষ্টে মাইনাস দেয় নি। এতে প্লাস এসেছে ২১ টি, মাইনাস ০। এটা নিশঃন্দেহে ব্রাজিলের সাপোর্টারদের একটি পজিটিভ মাইন্ডের পরিচয়। আমরা সবাই চাই পজিটিভ মনের হতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.