আমাদের কথা খুঁজে নিন

   

আমার সেঞ্চুরি আর মমিনুলের ডাবল সেঞ্চুরি । সাব্বাস বাংলাদেশ, সাব্বাস মমিনুল

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে
মমিনুলকে সামুর পক্ষ থেকে শত সহস্র অভিনন্দন । আমার শততম পোস্ট মমিনুলকে উৎসর্গিত । আসুন জেনে রাখি মমিনুলকে ঃ ------------------------------ পুরো নাম ঃ মমিনুল হক ডাক নাম ঃ সৌরভ জন্ম ঃ ২৯ সেপ্টেম্বর জন্মস্থান ঃ কক্স বাজার টেস্টে অভিষেক ঃ ৮ মার্চ ২০১৩ হঠাট কি হইলো এই সব , ভাবলাম মমিনুল ডাবল সেঞ্চুরি করলে এই লেখাটা দিব- এই ভেবে মমিনুলের প্রোফাইল তৈরি করলাম কিন্তু মমিনুল আউট হয়ে গেলো ১৮১ তে। এর পর ভাবলাম মুশফিক আছে, ব্যাপার না ও সেঞ্চুরি করলে না হয় আরেকটা দিব। কিন্তু মুশফিক ও আউট হয়ে গেল।

হায়রে , আমার সব গেল। কিন্তু না, এখন দেখি- নাসির আছে। সাব্বাস বাংলাদেশ -- *** লেখা টা মমিনুলের আউট হওয়ার অনেক আগে থেকেই লিখে রাখছিলাম.। খুব আশা বাদি ছিলাম যে মমিনুল ক্যান ডু ইট। বেপারস না মমিনুল ।

। বেটার লাক নেক্সট টাইম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.