শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
মহাসড়ক পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়াগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক পরিবারের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সোনালী (৪০), তার ছেলে সাব্বির (১০) এবং ভাস্তে রিজু (৮)।
নিহত তিনজন ঘটনাস্থলেই মারা যান। অন্য পাঁচজনের মৃত্যু হয় হাসপাতালে।
দুর্ঘটনার পর হানিফ পরিবহন এবং গোবিন্দগঞ্জের নাকাইহাট থেকে বগুড়াগামী ওই লোকাল বাসের চালক পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ফারুক।
ঈদের ছুটির মধ্যে শনিবার গাইবান্ধা ছাড়াও টাঙ্গাইল, মাদারীপুর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো ছয়জন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।