শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনায় তাদের বহনকারী বাসের চালকও নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
লোকাল একটি বাস ভাড়া করে একটি আকিকা অনুষ্ঠানে যোগ দিতে একই উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চকমাকড়া গ্রামে যাচ্ছিলেন তারা।
পথে হানিফ পরিবহনের রংপুরগামী একটি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মহাসড়ক পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি ফারুক হোসেন।
ওই থানার উপপরিদর্শক মো. আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনায় লোকাল বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এর তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।
হাসপাতালে পাঠানোর পর মৃত্যু হয় আরো সাতজনের।
নিহতরা হলেন- মৃত আফতাব উদ্দিনের স্ত্রী মারিয়া বেগম (৬৫) ও তার মেয়ে মালতী বেগম (৫০), আফতাবের ভাই আবুল কাশেমের স্ত্রী শামছুনাহার বেগম (৬০), তার দুই মেয়ে শাহানা আকতারী কমলা (৩৫) ও সালমা আকতার পাপিয়া (৩২), আফতাবের ভাই কাওসারুল ইসলামের স্ত্রী শাহানা পারভীন (৫৩), আফতাবের ভাই আব্দুল মতিন মিয়ার স্ত্রী সোনালী বেগম (৪৫), তার ছেলে সাব্বির মিয়া (১২) ও সোনালীর নাতি রিশা ওরফে রিজু (৭)।
নিহত অন্যজন তাদের বাসের চালক, তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারিয়া বেগম তার ছোট মেয়ে লিপি বেগমের ছেলে লিয়নের আকিকার নিমন্ত্রণে বাস ভাড়া করে আত্মীয়স্বজন নিয়ে যাচ্ছিলেন।
তাদের গন্তব্য ছিল রাখালবুরুজ ইউনিয়ের চকমাকড়া গ্রামে জামাই দেলোয়ার হোসেনের বাড়ি।
দুর্ঘটনার পরপরই আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে মারা যান ছয়জন। চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
আহত আরো ২০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ওসি ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস দুটি আটক করে থানায় নেয়া হয়েছে।
এনিয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হানিফ পরিবহনের চালক দুর্ঘটনার পর পালিয়ে যান।
ঈদের ছুটির মধ্যে শনিবার গাইবান্ধা ছাড়াও টাঙ্গাইল, মাদারীপুর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো ছয়জন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।