এই হত্যাকাণ্ডে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা জড়িত অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয় এবং এক নেতার বাড়িতে জনতা ভাংচুর চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার নিহত খলিলুর রহমান মামুন (২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মাখদুম হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাটে।
নিহতের বাবা আঙ্গুর মিয়া সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় ডোমেরহাট বাজারে ১০/১২ জন শিবিরকর্মী মামুনের ওপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেয়।
গুরুতর আহত মামুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি আরো বলেন, “এ ঘটনার পর উত্তেজিত জনতা স্থানীয় জামায়াত কার্যালয় এবং বাদশা মিয়া নামের এক জামায়াত নেতার বাড়িতে ভাংচুর চালিয়েছে।”
এছাড়া ডোমেরহাট বাজারে আটটি দোকানেও আগুন দেয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মোশাররফ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।