এরা হলেন গোবিন্দগঞ্জের মুকুন্দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহিদুল ইসলাম (১৮) এবং সুন্দরগঞ্জের সীচা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৪৫)।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন মৃতদের পারিবারের বরাত দিয়ে জানান, জাহিদুল সকালে বাড়ির পাশে দিয়ে যাওয়া টিভির ক্যাবল লাইনের ঝুলে যাওয়া তার উঠিয়ে দিচ্ছিলেন।
ওই সময় ওই তারের পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি কায়সার আলী খাঁন জানান, আব্দুল জব্বার প্রতিবেশী শামীম হোসেন প্রামাণিকের বাড়িতে টিনের ঘর মেরামত করার সময় ঘরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন।
গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।