রেললাইনের ফিশ প্লেট তুলে ফেলায় গাইবান্ধা জেলার ভুরুঙ্গিমারীতে যাত্রীবাহী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সোনাতলা ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করছেন। দুর্ঘটনার কারণে গাইবান্ধা-সান্তাহার রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থল থেকে সোনাতলা ফায়ার স্টেশন অফিসার বজলুর রশিদ প্রথম আলো ডটকমকে জানান, রাতে দশটি বগি নিয়ে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা থেকে সান্তাহার যাচ্ছিল।
এ সময় বোনারপাড়া-মহিমাগঞ্জ রেল স্টেশনের মধ্যবর্তী স্থান ভুরুঙ্গিমারী এলাকায় রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে পদ্মরাগের ইঞ্জিনটি মাটিতে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই বেশির ভাগ যাত্রী ট্রেন থেকে বের হয়েছে। তবে প্রায় ১০ জন যাত্রী বগির ভেতরে আটকা পড়েছেন।
স্টেশন অফিসার বজলুর রশিদ আরো জানান, এই দুর্ঘটনায় ত্রিশ জন যাত্রী আহত হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।