আমাদের কথা খুঁজে নিন

   

গাইবান্ধায় ব্যালটে আগুন

গাইবান্ধার সাদুল্লাপুরে ভোটকেন্দ্রে নেয়ার পথে ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির সমর্থকরা।

আজ বেলা সাড়ে ৩টার দিকে সাদুল্লাপুর-ঠুঠিয়াপুকুর সড়কের কুঞ্জমহিপুর বান্নীর টেকানির মোড়ে এ হামলা হয়।

উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসব সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল।

জানা গেছে, বেলা আড়াইটার দিকে একজন পুলিশ সদস্য ও ৭/৮ জন আনসার সদস্যরা ভটভটিতে (শ্যালো ইঞ্জিল চালিত স্থানীয় যানবাহন) করে ব্যালট পেপার ও বাক্সসহ অন্যান্য সরঞ্জাম সাদুল্লাপুর উপজেলা পরিষদ থেকে ভোট কেন্দ্র অভিমুখে রওনা হয়।

“পথে ওই স্থানে জামায়াত শিবিরের ৩০/ ৪০ জন নেতাকর্মী হামলা চালিয়ে তাদেরকে মারপিট করে। পরে ব্যালট পেপার ও বাক্সসহ যাবতীয় সরঞ্জাম আগুনে দিয়ে পুড়ে দেয় জামায়াত শিবির ক্যাডাররা। তারা ওই পুলিশ সদস্যের মোবাইল ফোনও কেড়ে নেয়।”

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.