To love what you do or to do what you love is the question to be answered! আমার দেশের মানুষ আর তাদের সরল চিন্তাকে খুব সহজেই প্রতারিত করা যায়, আর সেই কাজটিই খুব ভাল করে করার উপায় খুঁজে বের করেছে কিছু পথভ্রষ্ট । আর এদের এখন আর মানুষ বলতেও আমার ইচ্ছা হচ্ছে না, যদিও তাদেরকে মানুষরূপেই সৃষ্টি করা হয়েছিল, আর দেয়া হয়েছিল বিবেক-বুদ্ধি আর বিচার বিশ্লেষণের ক্ষমতা। কিন্তু, আফসোসের বিষয়, আজ তারা তাদেরকে মানুষের সাধারণ অবস্থান থেকে নিজেরাই সরিয়ে নিয়েছে।
আজ যারা আমাদের বাঙ্গালিদের ধর্মীয় সরলতার সুযোগ নিয়ে, আমাদের সহজ স্বাভাবিকতার সুযোগ নিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে চাইছে, তাদের ঠিকানা হতে যাচ্ছে রাস্তার পাশের আস্তাকুড়, সে তোরা ছাগুই হয়ে থাকিস আর ছুপা ছাগু আর তাদের তোষণকারী যা-ই।
বাংলাদেশ আমাদের প্রাণের প্রিয়, কিন্তু, সেই শুরু থেকেই আমাদের দেশের ভাল না চাওয়ার দলে কিছু নির্বোধ জগ দিয়েছে।
তাদের উদ্দেশ্যে আজ আমার এই লেখা। তোরা যারা আজ নিজের দেশে থেকে নিজের দেশের ভাল চাস না, তাদের জন্যে করুণাও আর কামনা করতে পারছি না। তোদের নিপাত অবশ্যম্ভাবী, আর এখন তোদের সুসময় চলছে বলে যে তোরা মনে করছিস তা কেবলি ভ্রম। মনে রাখিস, মোমের আলো শেষবারের মত নিজে যাবার আগে দপ করে জ্বলে ওঠে, আর পিপীলিকার পাখা তার মরণের আগেই গজায়।
বাংলাদেশের বিরুদ্ধে যে বা যারা অপপ্রচার, অপবাদ আর অপমান নিয়ে আসবে, তাদের জন্যে ধেয়ে আসছে চরম মৃত্যুবাণ।
তোরা শুধু প্রস্তুত থাকিস, এত নোংরামির পরে তোদের অপ্রস্তুত মৃত্যু খুবই খারাপ লাগবে!
তোরা প্রস্তুত থাক শুধু ...
জয় বাংলা
বিঃ দ্রঃ এটা কোনও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে লেখা নয়, কেউ রাজনীতির গন্ধ খুঁজে পেলে তার জন্যে রয়েছে বিশেষ ব্যবস্থা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।