সেই কবে স্কুল হল বন্ধ হল নাতো দেখা! তোদের জন্যে আমার এই কবিতাটি লেখা!! তোদের সুদুর প্রসারি ভাবনা, তোদের পথ চলা! আমি শুধু বোকার মত মিলিয়ে যায় গলা। পরিত্যাক্ত জিরা নদীর পাড়ে বিখ্যাত স্কুলে- তোদের সাথে আনন্দ করেছি, মেতেছি হট্টগোলে। ছোট ছোট কথা, আর দুষ্ঠোমি আজ আমার মনে পড়ে! সুখের সেই সোনালি দিনগুলো কেমনে গেল ঝরে!! সেই হারানো দিনগুলোর মালা রেখেছি হৃদয়ে গেথে। তাদের কোনোদিন ভুলবনা! যেতে দেবোনা অন্তর থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।