আমাদের কথা খুঁজে নিন

   

আমি ঘৃণা করি তোদের

হ্যা আমি আজ চিৎকার করে বলতে চাই, আমি ভালো ছাত্রদের ঘৃণা করি, চরম ঘৃণা একেকটা ভালো ছাত্রই মানে একেকটা অমানুষ। (তবে কিছু ব্যাতিক্রমও আছে এবং তা অতি নগন্য। ) এদেশের ভবিষ্যতের কলঙ্ক ওরা। বড় হয়ে একেকটা বড় ধরনের চোর হবে। দেশটা লুটেপুটে খাবে।

এদের উর্বর মস্তিষ্ক উর্বর শয়তানের কারখানা। সাধারন মানুষের পেটে লাথি দিয়ে নিজের বৌয়ের জন্য শাড়ি কিনবে এরা, বিলাসবহুল গাড়ি কিনবে। পরের জমি কেড়ে নিয়ে অট্টালিকা বানাবে। সাধারন মানুষের সাধ্য নেই এদের শয়তানি বুদ্ধি বুঝার। কারন সাধারন মানুষ সবাইকে বিশ্বাস করতে ভালোবাসে।

আপন করে বুকে নেয়। আর অমানুষগুলো সেই বুকে ছুড়ি বসায়। বড় হয়ে এদের মতো চোর হওয়ার চেয়ে রিকশা চালিয়ে খাব, তাতেও অনেক সুখ আছে। বউকে দামি শাড়ি কিনে না দিতে পারলেও একটুকরো কাপড় কিনে দিতে পারবো। আল্লাহর দেয়া দু পায়ে চলবো।

তবু কারো পেটে লাথি দিয়ে নিজে সুখি হতে চাইবো না। আমি আনেক আগে থেকেই ভালো ছাত্রদের ঘৃণা করি। আজ বললাম। কেউ কষ্ট পেলেও আমার কিছু করার নাই। আমি অমানুষদের ঘৃণা করি।

এবং করব সারাজীবন। (এটা আমার ব্যাক্তিগত ব্যাপার। কারো সাথে আমি এ নিয়ে তর্ক করতে চাই না) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।