ব্যাক টু দ্য প্যাভিলিয়ন
একদিন বায়োলজি ক্লাসে স্যার পড়াচ্ছিলেন মানবদেহ বিষয়ে।বলছিলেন আমাদের সকল কাজ মস্তিষ্ক নিয়ন্ত্রিত । কিন্তু একটি ভুল তাকে হাসায় । যেমন ভালাবাসা প্রকাশে আমরা heartshape ব্যবহার
করি ।
স্যার বলছিলেন আরে হৃদপিন্ডের কাজতো রক্ত সন্ঞালন করা । এর সাথে ভালবাসার সম্পর্ক কি ?
এরচেয়ে বরং স্নায়ুর একক নিউরনের ছবি ব্যবহার করা উচিত ।
প্রথমে হাসলেও পরে ভেবে দেখলাম কথাটা কিন্তু মন্দ নয়!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।