আমার ব্লগে মন্তব্য আবশ্যক আমরা প্রায় ১৫০ জন University of Information Technology & Sciences (UITS) থেকে ভ্রমন এর পরিকল্পনা করতেছি।
স্পট আমরা ই ঠিক করতেছি এবং সব কিছুর আয়োজন আমরা ই করব। ইউনিভার্সিটি থেকে কোন কন্ট্রিভিউশন নিচ্ছি না। সরবোচ্ছ চাঁদা ৫০০ টাকা (সম্ভব হলে আরো কম)। দিনে গিয়ে দিনে ফিরতে হবে।
সম্ভব হলে রান্না স্পট এ। টিচার রা গেস্ট হিসেবে থাকবেন।
এমন একটা স্পট চাচ্ছি যেটাতে সুপার মজা হবে সব কিছু ঠিক রেখে। সবার আইডিয়া কামনা করছি। প্লিজ
এখন পর্যন্ত আমাদের সম্ভাব্য স্পট " গাজীপুর আনসার ক্যাম্প" ।
ভ্রমনে তারিখ জানুয়ারীর মাঝামাঝি তে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।