আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোডি কবিতা-আজ সৃষ্টিসুখের উল্লাসে [উৎসর্গ : মহান হাম্বা লীগ]


আজ হাম্বা লীগের উল্লাসে– মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ হাম্বা লীগের উল্লাসে। আজকে যাদের যুদ্ধ লাগার উৎসাহে - হাম্বা ডেকে জাগল জোয়ার গোগৃহে। হাম্বা হাসি, হাম্বা কাঁদন ছিঁড়ে গেছে, গলার বাঁধন, মুখে ফুটে খই, বুক ফাটে কই - আমজনতার দুখ আসে। সাহারা বুবু দাঁত কেলিয়ে খ্যাঁক হাসে - আজ হাম্বা লীগের উল্লাসে! সোনার ছেলে, হীরার ছাও সবাই মিলা এ গীত গাও, চুট্টা এমপি, ভাগলো বিম্পি, ছুটলো ছাগু, বইঠা মেরে লগগি ছোড়ে, ছাগবাহিনীর বাঁশ মারে! ঐ চান্দাবাজি টেন্ডারে ডর পায় না র‍্যাব কিংবা ডান্ডারে। আজ দেখি তাই নেত্রী আমার দশ ট্যাকা সের চাল বেচে আজ হাম্বা লীগের উল্লাসে! আজ বাজার আগুন,পটল বেগুন, ফারুকের মুখে কালি আর চুন দুদক হাইকোর্ট মস্ত ঘায়েল মরি মরি এই ডিজিটাল দেশে কোপ দিল গো খালেদা আবাসে; আজ ব্যাংক ডাকাতির ইতিহাস মোর চারপাশে আজ হাম্বা লীগের উল্লাসে! আজ বুলি ফুটায় স্বরাষ্ট্র বান্দরী, ইভটিজিং খায় রাস্তাঘাটে সুন্দরী, হল দখলের রাজনীতি তাই,অন্য লবির লোকরে কোপাই, কেউ মানিনা নিয়মনীতি, গোয়াল মোদের ক্যাম্পাসে! প্রাণের মাঝে ‘বোম-ফাটে-তাও-র‍্যাব-ধরে-না’ সোনার ছেলে মোর দেশে ঐ তাদের কথা শোনাই আমার চোখে জল আসে আজ হাম্বা লীগের উল্লাসে! [ মূল কবিতা থেকে ঈষৎ সংক্ষেপিত ] আমার আগের প্যারোডি কবিতা ঃ [link|http://www.somewhereinblog.net/blog/bipashrocks/29272809|প্যারোডি কবিতা : চল চল চল [উৎসর্গ - ছাগু গোষ্ঠী]]
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।