সত্য প্রকাশে আপোষহীন
জব্বার কাগুর বর্তমান ফেসবুক স্ট্যাটাস -
"একটি মাত্র মুসলিম দেশ বাংলাদেশে এক কোটি ছাগল, ৮০ লাখ গরু, তিরিশ লাখ ভেড়া, ২০ লাখ মহিষ এবং কিছু উট-একদিনেই শেষ-এর নাম কোরবানী-আল্লাহ কো পেয়ারা হায় কোরবানী! সূত্র-ডেইলি স্টার"
- ইহা দ্বারা কি প্রমানিত হয়?
জব্বার কাগুর সমস্যা কই? বিজয় কি বিক্রি হয় নাই? নাকি ডিজিটাল ধর্মনিরপেক্ষতা ফলো করতাছেন। ভালো উদ্দেশ্যে এই স্ট্যাটাস দেয়া হয় নাই।
মুসলিম প্রধান দেশে যেখানে ১৫ কোটি মুসলমান বাস করে সেখানে এত পশু কুরবানী হওয়া আজব কিছু না। একজন মুসলমান হিসাবে জব্বার কাগুর এইটা জানা উচিত।
কিছুদিন আগে তো মিডিয়ার সাহায্য নিয়ে অ্যান্থ্রাক্স আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল এই কুরবানী ব্যহত করতে।
একজন হিন্দু কোরাআন শরীফের কুরবানী সত্যতা যাচাই করে হাইকোর্টে রিট করেছিল।
ধর্মনিরপেক্ষে দেশ - কিছুই বলার নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।