মহান একুশে অমর হোক।
অন্যতম শহীদ ভাষা-সৈনিক 'জাব্বারে'র' পরিবার নিদারুন অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে। শহীদ মিনারে যে লক্ষ লক্ষ টাকার ফুল দিয়ে তাঁদেরকে শ্রদ্ধা…………
'জব্বার' আমাদের ক্ষমা কর ।
আমরা জানি তোমরা মহান, তোমাদের কাছে ক্ষমা না চাইলেও তোমরা মনেকিছু নিবেনা। কারণ সেদিন আমরা তোমাদের ঝপিয়ে পরতে বলিনি, তোমরা আমাদের কথা ভেবেই নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মুখের ভাষা রক্ষা করেছিলে।
তাই আজ সেই ভাষায় তোমাদের পরিবারের নিদারুণ অর্থ কষ্টের কথাগুলি লিখতে হচেছ। তোমরা‘ত তোমাদের পরিবারের কথা ভাবনি। তোমরা ভেবেছ গোটা জাতির কথা। তাই আমরা‘ও তোমাদের পরিবারের কথা ভাবার সময় পাইনা। আমরা আজ কত ব্যস্ত সে কি তমরা জানো? তোমাদের এই ক্ষুদ্র পরিবারের কথা ভাবার একদম সময় নেই।
কিছু মনে করনা যেন, তবে একটু খানি বলি শোন – আমরা কতকি করি তোমাদের জন্য প্রতি বছর ফেব্রুআরি আসলে তোমাদের আলাপ আলোচনা শুরু হয় । আলোচনা করতে করতে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। কোটি কোটি টাকার বাজেট হয় তোমাদের নামে নির্মিত বেদির সাজসজ্জার নামে চুরির মহড়া। তার পর ঝগড়া করি কে আগে কে পরে কে কি ভাবে যাব সেই ফ্যাসাদ, আরো কত কি এতো কিছু তোমরা বুঝবে না। এখন বল তোমাদের এই ক্ষুদ্র পরিবারের কথা ভাববার কোন সময় আমাদের হাতে আছে কি ? কাজেই আমাদের তোমরা ক্ষমা কর ।
। । ।
অথছ আমরা কি পারি না ???
অন্যতম শহীদ ভাষা-সৈনিক 'জাব্বারে'র' পরিবার নিদারুন অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে। শহীদ মিনারে যে লক্ষ লক্ষ টাকার ফুল দিয়ে তাঁদেরকে শ্রদ্ধা জানাই তার কিছু অংশ দিয়ে, শহীদ জাব্বারে‘র পরিবারকে সাহায্য করতে পরি না ???
আসুন আমরা লৌকিকতা (Corporate Culture) পরিহার করে প্রকৃত শ্রদ্ধাবোধ জাগ্রত করি ।
মহান একুশে অমর হোক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।